Also read in

উনিশের মহাপথচলা: এপার-ওপার একাকার

শহিদ স্মরণে অনুষ্ঠিত হলো উনিশের মহাপথচলা। ১৭ মে, শুক্রবার বিকেল তিনটে থেকে পথচলার শুরু। শুরু হয় রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে। শিলচর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের ব্যবস্থাপনায় উনিশের মহাপথচলার মধ্য দিয়েই সূচনা হলো ভাষা শহিদ দিবস অনুষ্ঠানের।

রাঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে পায়ে পা মিলিয়ে অগুনতি জনগণের এই পথচলা হাসপাতাল রোড, প্রেমতলা,নাজিরপট্টি, নরসিংটোলা হয়ে শিলচর রেল স্টেশনে গিয়ে সমাপ্ত হয়। পথ চলায় পায়ে পা মিলিয়ে এগিয়ে যান শহরের বিভিন্ন সংগঠনের সদস্যরা, সাহিত্য ও সংস্কৃতি জগতের কলাকুশলীরা, উধারবন্দ মাতৃভাষা ঐক্য মঞ্চের সদস্যরা, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্য সহ আরো অনেকে। এ পথচলায় শরিক হয় বাংলাদেশ সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটও। জোটের সদস্য তথা শিল্পীরা সম উৎসাহে অংশগ্রহণ করেন এই মহা পথচলায়। সিলেটের সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীদেরকে মঞ্চের পক্ষ থেকে সম্মান জানানো হয়।

সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে জিআরপিএফ কর্মী নাজিম উদ্দিন আহমেদকে উনিশের পথ চলায় সংবর্ধনা জানানো হয়। এখানে উল্লেখ করা যেতে পারে, নাজিম উদ্দিন আহমেদের হাত ধরেই স্টেশনে ভাষা শহিদ দিবস পালন প্রথম শুরু হয়েছিল। পথ চলা শুরু হওয়ার আগে আহমেদকে রাঙ্গিরখাড়িতে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়। সংবর্ধনা প্রদান করেন সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে সভাপতি সুব্রত ভট্টাচার্য, উপ সভাপতি প্রদীপ দাস ও প্রাক্তন সভাপতি আশীষ ভৌমিক।

একষট্টির ভাষা শহিদের ৫৮তম বার্ষিকীতে আয়োজিত এই উনিশের পথ চলায় শুক্রবার শিলচরের আকাশ বাতাস মুখরিত হয় উনিশের গানে।

Comments are closed.