Also read in

যাত্রীদের দুর্ভোগ অব্যাহত: ২০ জুলাই পর্যন্ত বাতিল পাহাড় লাইনের সব ট্রেন

যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। কারণ ২০ জুলাই পর্যন্ত বদরপুর লামডিং সেকশনে রেল পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী,এই সেকশনে সব ট্রেন ২০ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে। সূত্র আরও জানায় যে রেলওয়ে কর্মকর্তারা রেল যোগাযোগ পুনরুদ্ধারের জন্য দিনরাত কাজ করে চলেছেন। কিন্তু বারবার বৃষ্টিপাত কাজে বাধা সৃষ্টি করছে।

বাতিল হওয়া ট্রেন গুলি হল

১৭ ও ১৯ জুলাই তারিখে নির্ধারিত ১৫৬১২ শিলচর গুয়াহাটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৮ ও ২০ জুলাই তারিখে নির্ধারিত ১৫৬১১ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

১৭, ১৮ ও ১৯ জুলাই তারিখে নির্ধারিত ৫৫৬১৫ গুয়াহাটি শিলচর যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।

১৮, ১৯ ও ২০ জুলাই তারিখে নির্ধারিত ৫৫৬১৫ শিলচর গুয়াহাটি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে।

আংশিকভাবে বাতিল করা ট্রেনগুলো হল

১৬ ও ১৮ জুলাই তারিখে নির্ধারিত ১৩১৭৩ শিয়ালদহ আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিং এ আটকে দেওয়া হবে এবং লামডিং ও আগরতলার মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে বাতিল করা হবে।

১৭ জুলাই তারিখে নির্ধারিত ১৩১৭৫ শিয়ালদহ শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লামডিংয়ে আটকে দেওয়া হবে এবং লামডিং ও শিলচরের মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে বাতিল করা হবে।

১৪ জুলাই তারিখে নির্ধারিত ১২৫১৫ ত্রিবান্দ্রম শিলচর এক্সপ্রেস গুয়াহাটিতে আটকে দেওয়া হবে এবং গুয়াহাটি ও শিলচরের মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে বাতিল করা হবে।

১৭ জুলাই তারিখে নির্ধারিত ২০৫০২ আনন্দ বিহার আগরতলা রাজধানী এক্সপ্রেস লামডিংয়ে আটকে দেওয়া হবে এবং লামডিং ও আগরতলার মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে বাতিল করা হবে।

১৫ জুলাই তারিখে নির্ধারিত ১৪০২০ আনন্দ বিহার আগরতলা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস গুয়াহাটিতে আটকে দেওয়া হবে এবং গুয়াহাটি ও আগরতলা মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে বাতিল করা হবে।

১৭ জুলাই তারিখে নির্ধারিত ০১৬৬৫ হাবিবগঞ্জ আগরতলা স্পেশাল এক্সপ্রেসটি গুয়াহাটিতে আটকে দেওয়া হবে এবং গুয়াহাটি এবং আগরতলার মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে বাতিল করা হবে।

Comments are closed.