Also read in

৮ জুন বঙ্গভবনে অরিজিৎ আদিত্য- সুব্রত রায়ের দ্বৈত উপস্থাপনা 'নুরি': পরিবেশনায় গণসুর

 

তারিখটা হচ্ছে ১৫ আগস্ট,২০০৪। কিছু স্কুল শিশু এবং তাদের অভিভাবকরা ধেমাজি কলেজ গ্রাউন্ডে সমবেত হয়েছেন ৬৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে। সময় সকাল ৮:৪৫। স্বাধীনতা দিবসে আয়োজিত কুচকাওয়াজ শুরু হতেই যাচ্ছিল, হঠাৎ করে গ্রাউন্ডের গেটে বিরাট বিস্ফোরণ! ঘটনাটিতে দশ জন স্কুল ছাত্রী এবং আরও আটজন তাদের প্রাণ হারায়। ৪০ জনেরও বেশি আহত হন। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম (উলফা) এই অমানবিক আচরণের দায় স্বীকার করে নেয়। আসামের একটি জেলা ধামাজি’র এই ঘটনাটি দিয়েই সূচনা পূর্ণদৈর্ঘ্য নাটক ‘নুরি’র। নাটকটির রচয়িতা লেখক তথা দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক অরিজিৎ আদিত্য। নাটকটি মঞ্চস্থ হতে চলেছে বঙ্গভবনে আগামী ৮ জুন শনিবার সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে ।

নাটকটির সূচনা ব্রহ্মপুত্র উপত্যকার ধেমাজিতে হলেও এর যোগসূত্র বরাক উপত্যকায়ও রয়েছে। অস্থির সময়ে সম্পর্কের আখ্যান এই ‘নুরি’ নাটকটির পরিচালনায় রয়েছেন সুব্রত রায়। নাটকটির কেন্দ্রীয় চরিত্র নুরি আসলে একটি ছোট্ট মেয়ে, যে তার ‘টিন এজ’ এ প্রবেশ করতে চলেছে। এখানে উল্লেখ করা যায়, ‘নুরি’ অরিজিৎ আদিত্য এবং সুব্রত রায়ের দ্বৈত উপস্থাপনায় তৃতীয় নাটক। তার আগে ‘লিগেসি কোড ১৯.০৫.১৯৬১’ এবং ‘আত্নহত্যার পর’ নাটক দুটি দর্শকদের তো বটেই সমালোচকদেরও প্রশংসা অর্জন করতে সমর্থ হয়েছে।

গণসুরের পরিবেশনায় এই নাটকটিতে পরিচালনা ছাড়াও অভিনয়েও রয়েছেন সুব্রত রায়। বরাক উপত্যকার অভিনয় জগতের বিশিষ্ট অভিনেতা প্রদীপ দাস, রুবি রায়, শর্মিলা দত্ত নাটকে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বরিষ্ঠ অভিনেতা আশীষ ভৌমিক ও বিভাস রায় অন্য দুই মজাদার চরিত্রে অভিনয় করছেন।তাছাড়াও অভিনয়ে রয়েছেন বিশ্বজিৎ সমাজপতি, অনির্বাণ, সুজিত, নবারুণ, শুভম, তানিয়া, অনন্যা, অনিন্দিতা, ঋতিষা।

 

Comments are closed.