Also read in

২৩ লক্ষ টাকা মূল্যের গাঁজা আটক কাছাড়ে

 

সীমান্ত নিরাপত্তা বাহিনী এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স ( ডিআরআই) এর এক যৌথ অভিযানে সোমবার সন্ধ্যায় ৪২৪.৫ কেজি ওজনের গাঁজা জব্দ করা হয়েছে। জানা যায়, কাটিগড়া পুলিশ স্টেশনের অধীনে হিলারা রেলওয়ে গেটের পাশে ৪৪ নং জাতীয় সড়কে ২৩ লক্ষ টাকা মূল্যের গাঁজা জব্দ করা হয়।

ঘটনায় প্রকাশ, নিরাপত্তা বাহিনী গাজার সামগ্রী লুকিয়ে থাকার সন্দেহে জিনিস ভর্তি একটি ট্রাক (রেজিস্ট্রেশন নাম্বার এইচ আর ৫৫৫৩৮৬৭) আটক করে। ভিম সিং নামের ট্রাকের চালক দিল্লির বুরারির বাসিন্দা বলে জানা গেছে। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রাকটি ত্রিপুরার আগরতলায় মাল বোঝাই করা হয় এবং এটি বিহারের ভক্তিয়ারপুর যাচ্ছিল।

সূত্রে আরো জানা যায়, ৪২৪.৫ কিলো ওজনের আটককৃত ভাং ড্রাইভারের কেবিনের পেছনে বিশেষভাবে লুক্কায়িত অবস্থায় ছিল। নিরাপত্তা বাহিনীর কর্মীরা সেখান থেকে খুঁজে বের করেন। আটককৃত ভাং এবং ট্রাকের আনুমানিক বাজার মূল্য হবে ৩৭,৩৪৬৫০ টাকা।। তাছাড়াও আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ২০৮০০ নগদ মূল্য এবং ৫ টি সিম কার্ড সহ ফোন উদ্ধার করা হয়েছে।

Comments are closed.