Also read in

করিমগঞ্জ চার্চে পবিত্র ক্রুশ বেদীতে জুতোর মালা, তদন্তে পুলিশ

আজ সন্ধ্যায় করিমগঞ্জ শহরের চার্চ রোডস্থিত প্রেসবিটারিয়ান চার্চে দুষ্কৃতীরা সবার অলক্ষ্যে ক্রুশের বেদীতে জুতোর মালা পরিয়ে দেয়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

এই ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ,বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য প্রমুখ।।

এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানার ওসি উৎপল বরা পুলিশ বাহিনী নিয়ে এসে জুতার মালা উদ্ধার করে তদন্তের স্বার্থে থানায় নিয়ে যান।

চার্চের এক কর্মকর্তা নিমাই দে জানান প্রায় ১০০ বছরের পুরনো চার্চে এ ধরনের ঘটনা কোনদিন ঘটেনি। ক্রুশের বেদীতে জুতোর মালা টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল আনুমানিক চারটার সময়। “কাজটা যারা করেছে তারা অশুভ শক্তির দ্বারা পরিচালিত এবং অশুভ উদ্দেশ্য চরিতার্থ করাই তাদের উদ্দেশ্য। আমরা পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যাতে আরো বড় ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য টহলদারি বৃদ্ধি করতে”, জানালেন দে।

এই ঘটনার খবর চাউর হতেই শহর জুড়ে জনগণ এই ঘটনায় ধিক্কার জানান!

Comments are closed.