বিজেপির জয়ে উল্লসিত গৌতম, করলেন জিলিপি বিতরণ
দেশজুড়ে বিজেপির জয়জয়কার, সেইসঙ্গে করিমগঞ্জ ও শিলচর লোকসভা আসনে যথাক্রমে বিজেপি প্রার্থী কৃপনাথ মালা এবং রাজদীপ রায় বিজয়ী ঘোষিত । এই পরিস্থিতিতে রীতিমতো উৎফুল্লিত দেখালো রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাইলাকান্দির দাপুটে কংগ্রেস নেতা গৌতম রায়কে। উচ্ছ্বাসের প্রকাশ নিজের মধ্যে সীমিত না রাখে বৃহস্পতিবার সন্ধ্যায় রায় ছুটে যান তার নির্বাচনী কেন্দ্র কাটলিছড়ায়। সেখানে গিয়ে নেতাজি মূর্তির সামনে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি ও জিলিপি কিনে বিতরণ করেন সঙ্গী-সাথীদের মধ্যে। সঙ্গী-সাথীরা গৌতম রায়ের নামের জয়ধ্বনি দিলে রায় তাদেরকে তার নামে জয়ধ্বনি দিতে বারণ করলেন এবং জয় শ্রীরাম বলতে আহ্বান জানান।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রায়ের বিজেপিতে যোগদানের সম্ভাবনা আবার প্রকট হয়ে উঠল। উল্লেখ্য, কংগ্রেস দল বিগত লোকসভা নির্বাচনে তারকা প্রচারক হিসেবে গৌতম রায়কে তালিকায় স্থান দেয়নি। যেখানে তার থেকে অনেক ছোট মাপের নেতারা ঐ তালিকায় স্থান পেয়েছেন হিল্লি- দিল্লী ঘুরে প্রচার চালিয়ে ছিলেন।
Comments are closed.