Also read in

গৌতম রায়ের ডিগবাজি : কংগ্রেসে ছিলাম,আছি,থাকব!

কংগ্রেস নেতা গৌতম রায়ের খবরের কেন্দ্রবিন্দু হওয়া নিসন্দেহে আশ্চর্যজনক কোনো ঘটনা নয়। কিন্তু যদি কংগ্রেস দলের এই প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মন্ত্রীর কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদানের খবর চারদিকে ছড়িয়ে পড়ে তাহলে বরাক উপত্যকার রাজনৈতিক মহল তথা আবহাওয়া সরগরম হয়ে উঠবে এটাই স্বাভাবিক। তাই এই জল্পনা ইদানিং কালে রাজনৈতিক মহলে বহু আলোচিত বিষয় হয়ে উঠে।যদিও এ জল্পনার অবসান প্রাক্তন মন্ত্রী নিজেই করলেন।

“কাটলিছড়াবাসীর ভোটে ত্রিশ বছর বিধায়ক থেকে চারবার মন্ত্রী হয়েছি।কংগ্রেস দল থেকে সফল রাজনীতি করে আমি জীবনে অনেক পেয়েছি।আমি নাকি বিজেপিতে গমন করছি।” ইদানিংকালে এ বিষয়ে বরাকের সর্বত্র চলা জল্পনায় জল ঢেলে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় অকপটে বললেন, “আমি কংগ্রেস ছাড়ছি না।এখন থেকে আপনারা গুজবে কান দেবেননা।” রবিবার দুপুরে  কাটলিছড়ার নজরুল ভবনে রাংগাবাক জিপির গ্রাম সভায় আচমকা উপস্থিত হয়ে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় তার এই কথাগুলো জানান।তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে কিছু দালালের জন্য গ্রামের মানুষ সরকারি সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন।বর্তমানে সরকারের আমলে তা খুব বেশি হচ্ছে না।

এদিনকার গ্রামসভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় যাদের নাম আসেনি তাদের নাম নথিভূক্ত করা হয়।গ্রামসেবিকা সোনালি সিংহ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় এদিন অন্যান্যদের মধ্যে কাটলিছড়া প্রাক্তন এপি সভাপতি গোপী দে,সুমন সিংহ,প্রসাদ দেব,জিপি সচিব দেবব্রত নাথ,জিপিসি রুপক ধর,নবারুন আচার্য,সঞ্জয় দাস প্রমুখ বক্তব্য রাখেন।

Comments are closed.