Also read in

প্রয়াত হলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আহমদ বড়ভূইয়া

 

প্রায় এক বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আহমদ বড়ভূইয়া। বৃহস্পতিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই কন্যা, স্ত্রী, ভাই এবং পরিবারের বিভিন্ন সদস্য সহ অসংখ্য গুণমুগ্ধকে রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে কংগ্রেস কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব বলেছেন তিনি তার পরিবারের এক সদস্যকে হারিয়েছেন।

প্রায় সাত বছর এনএসইউআই-এর জেলা সম্পাদক ছিলেন তিনি। এরপর প্রায় দশবছর ধরে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি নানা ধরনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে কংগ্রেস দল। অনেক বড় বড় পদাধিকারীরা দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন, তবে মেহবুব আহমদ বড়ভূইয়ার মত কর্মীরা সেই কাজ করেননি।

মেহবুব আহমদ বড়ভূইয়ার মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার সকালে তার বাড়িতে উপস্থিত হন সুস্মিতা দেব। তিনি বলেন, “আমার বাবার কাছে সে একটি ছেলের মত ছিল, আমার কাছে নিজের ভাইয়ের মত। কোনদিন মনে হয়নি আমরা এক পরিবারের নয়। প্রথম থেকেই রাজনৈতিক জীবনে আমরা একসঙ্গে কাজ করেছি, বিভিন্ন উত্থান-পতনে একসঙ্গে ঝাঁপ দিয়েছি। দলের একান্ত একজন একনিষ্ঠ কর্মী হারানো ছাড়াও আমি আজ পরিবারের এক সদস্যকে হারিয়েছি।”

যুব কংগ্রেস থেকে শুরু করে দলের বিভিন্ন শাখার পক্ষ থেকে তার মৃত্যুতে শোক ব্যক্ত করা হয়েছে। দলের বিভিন্ন কার্যকলাপ আপাতত স্থগিত রাখা হয়েছে। তার মৃত্যুতে দলের পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও জানা গেছে।

Comments are closed.

error: Content is protected !!