Also read in

ধলাই গ্রামে রহস্যজনক মৃত্যু যুবতীর; তদন্ত শুরু

বুধবার সন্ধ্যায় কাছাড় জেলার ধলাই নির্বাচনচক্রের অধীন রাজঘাট গ্রামে রহস্যজনক ভাবে ২২ বছর বয়সী এক যুবতীর লাশ উদ্ধার করা হয়।

লাশটি স্বর্গীয় ব্রজলাল রায়ের কন্যা রিম্পি রায়ের বলে জানা যায়।

সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা যায়, স্থানীয় লোকজন ভোর বেলায় লাশটি রাজহাটের একটি শ্মশানের পাশে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দিলে পুলিশের একটি দল তখনই ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহটি ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, রিম্পি, যিনি দীর্ঘদিন আগেই বাবা-মাকে হারিয়েছেন, তিনি চাঁনঘাট গ্রামে একা থাকতেন। তার বড় বোন বিবাহিত এবং তার বড় ভাই ব্যবসার জন্য শিলং এ থাকেন।

স্থানীয় বাসিন্দাদের অধিকাংশই সন্দেহ করছেন যে রিম্পিকে হত্যা করা হয়েছে।

এদিকে যেখানে রিম্পি বাস করত সেই বাড়িতে ফ্রেঞ্চনগর গ্রামের একটি মেয়েকে ওইদিন পাওয়া যায়। মেয়েটি গ্রামবাসীকে বলে যে রিম্পি তার পরিচিত ছিল। সে আরও জানায় যে মঙ্গলবার সন্ধ্যায় রিম্পি তাকে বাড়িতে নিয়ে আসে এবং তাকে রাতে থাকতে জোর করে।

মেয়েটি জানায়,ওই রাতে সে প্রায় ১০ টায় ঘুমিয়ে পড়ে এবং এও জানায়,রিম্পি কারো সঙ্গে সে রাতে অনেক বার কথা বলেছিল। তবে ঘটনাটি কীভাবে ঘটেছে সে সম্পর্কে মেয়েটি সম্পূর্ণ অজ্ঞ বলে জানায়।

আরেকটি সূত্রে জানা যায়, কিছু লোক মঙ্গলবার রাত সাড়ে আটটার সময় চাঁনঘাটের একটি মন্দিরের কাছে দুই অজ্ঞাত যুবককে দেখতে পায়, যাদের শরীরের ভাষা সন্দেহজনক ছিল।
লায়লাপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এম বাবু সিং বলেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তিনি আশা করেন যে মৃত্যুর পেছনের রহস্য শীঘ্রই খুঁজে বের করা হবে।

Comments are closed.