কুম্ভীর গ্রাম বিমানবন্দরে যাত্রীর মলদ্বার থেকে উদ্ধার সোনার বিস্কুট: গ্রেফতার 2
অবৈধভাবে সোনা পাচারের প্রয়াস ভেস্তে গেল কুম্ভীরগ্রাম বিমান বন্দরের সিআইএফ জওয়ানদের প্রচেষ্টায়। বিমানবন্দরে তল্লাশির সময় দুই যাত্রীর মলদ্বার থেকে প্রায় ১৬০০ গ্রাম ওজনের ১০ টি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হয়েছে। বরকত খান এবং রাজেন্দ্র সিরাভ নামের দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। জেট এয়ারওয়েজের শিলচর থেকে দিল্লি গামী ৯ডব্লুই ০৯২২ নম্বরের বিমানে চেপে তারা দিল্লির উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ফন্দি করেছিল।
দুই যাত্রী তাদের মলদ্বারে লুকিয়ে সোনা পাচার করার চেষ্টা করছিল। কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর দক্ষ জওয়ানদের তল্লাশি প্রক্রিয়ায় ওদের সমস্ত চক্রান্ত ভেস্তে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা মেটাল ডিটেক্টর এর মাধ্যমে পরীক্ষার সময় যন্ত্রটি বরকত খান এবং রাজেন্দ্র সিরাভের মলদ্বারের কাছে নিয়ে যেতেই সংকেত ভেসে আসে ; আর এতেই বেরিয়ে আসে আসল সত্য । আধিকারিকদের সন্দেহ বাস্তব রূপ নিতেই তাদের আটক করা হয় এবং তাদের মলদ্বার থেকে ৫ টি করে মোট ১০ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। প্রতিটি বিস্কুটের ওজন ১৬০ গ্রাম।
মেটাল ডিটেক্টরে সংকেত পাওয়ার পরেই সিআইএসএফ জওয়ানরা এই দুই চোরাকারবারীকে ধরে জোরে জোরে ঝাকুনী দেন, আর এতেই সমস্ত লুকানো সোনার বিস্কুট মাটিতে পড়ে যায় । সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিআইএসএফ আধিকারিক সহ কাস্টমস আধিকারিক, এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কর্তাব্যক্তিরা, স্থানীয় পুলিশ এবং জেট বিমান সংস্থার কর্মকর্তারা। ঘটনার পর কাস্টমস আধিকারিকরা বিমানবন্দরে পৌঁছে ঘটনা সম্পর্কে অবহিত হন এবং ২ পাচারকারীকে গ্রেফতার করে নিয়ে যান ।
এখানে উল্লেখ করা যায়, কুম্ভীরগ্রাম বিমানবন্দরে মলদ্বারে লুকিয়ে সোনা পাচার করার প্রয়াসের এটি দ্বিতীয় ঘটনা। আগের ঘটনায়ও পাচারের প্রয়াস ভেস্তে দিয়েছিল জওয়ানরা , তাদের দক্ষতায় এবারও সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া সম্ভব হয়েছে।
Comments are closed.