এবারে গুটখার প্যাকেট মিলল পেপসির বোতলে: গোলদিঘির শপিংমলের খাবারের দোকানে
পেপসির বোতলে গুটখা! আশ্চর্য হলেও সত্যি!গতকাল সন্ধ্যায় এমন এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে গোলদিঘি মলে, ‘দ্যা কিচেন’ নামের খাবারের দোকানে।
সোনাই রোডের বাসিন্দা কানওয়ালজিৎ চৌধুরী বুধবার সন্ধ্যায় বন্ধুদের নিয়ে মলের ত্রিতলে অবস্থিত ‘দ্যা কিচেন’ নামের খাবারের দোকানে ঠাণ্ডা পানীয় হিসেবে তিনটে পেপসির বোতল নিয়ে বসেছিলেন। আর ওই তিনটি বোতলের মধ্যে একটিতে মিলল গুটখার প্যাকেট । চৌধুরী অভিযোগ করে বলেন ‘আমরা গল্পের ফাঁকে পেপসির বোতলের অনেকটা শেষ করে নিয়েছিলাম, তখনই আমার এক বন্ধু হঠাৎ করে বোতলের ভিতর গুটখার প্যাকেট দেখতে পায়’।
কানওয়ালজিৎ আমাদের জানালেন যে ওরা সাথে সাথে ওই দোকানের মালিককে ব্যাপারটা অবগত করান। দোকানের কর্মচারি,মালিক সবাই এতে আশ্চর্য হয়ে যান।
কানওয়ালজিৎ এটা সোশ্যাল মিডিয়াতে বুধবার রাতেই পোস্ট করে দিয়েছিলেন এবং অনেক লোক এটাকে শেয়ার করে এই ঘটনা নিয়ে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন। এখন তিনি কনজিউমার ফোরামেও এ ব্যাপারে অভিযোগ জানাতে চলেছেন।
সাহিল চৌধুরী, যিনি কানওয়ালজিৎ এর সাথে ছিলেন, জোর দিয়ে বলেন যে এটার একটা ভালো তদন্ত হওয়া উচিত। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটতে পারে।
ওই দোকানের মালিক মনোজ তালুকদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং বরাক বুলেটিনকে জানিয়েছেন যে, তিনি ব্যাপারটা ওনার ডিস্ট্রিবিউটারের কাছে উত্থাপন করেছেন। তিনি আরো বলেছেন, ডিস্ট্রিবিউটার উনাকে জানিয়েছে যে বোতলগুলো কোম্পানি থেকেই সিল হয়ে আসে এবং ডিস্টিবিউটার শুধু সেটাকে বিভিন্ন দোকানে সরবরাহ করে থাকে। তালুকদার আমাদের আরও বললেন “এই ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। প্রয়োজনে ভবিষ্যতে ওই কোম্পানী থেকে আমরা ঠান্ডা পানীয় ক্রয় করা থেকে বিরত থাকব”।
এই ঠান্ডা পানীয় কোম্পানির সেলস এক্সিকিউটিভ প্রসেনজিৎ দত্ত জানালেন, “কোম্পানিকে ইতিমধ্যেই ই-মেইলের মাধ্যমে সবকিছু জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি।
এই মুহূর্তে এই ঘটনার জন্য কে দায়ী তা সঠিকভাবে বলা যাচ্ছে না, দেখা যাক কোম্পানি এই ব্যাপারে কি ব্যবস্থা নেয় এবং এই ঘটনার জন্য প্রকৃতপক্ষে কে দোষী তা বের করতে সক্ষম হয় কি না”।
গ্রাহক সুরক্ষা সমিতির সাধারন সম্পাদক বিপ্লব গোস্বামী জানালেন যে, তিনি এই ঘটনা সম্পর্কে অবহিত নন। ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিয়ে তবেই উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে তিনি এ ব্যাপারে আলাপ-আলোচনা করবেন বলে জানালেন।
Comments are closed.