Also read in

চরিত্র গঠনের ওপর যুবাদের জোর দিতে বললেন বন ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

 

আন্তর্জাতিক যুব দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আসামের বন ও পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মানুষের চরিত্র গঠনের উপর বিশেষভাবে জোর দিলেন। মানব জীবনের মূল্যবোধকে প্রতিষ্ঠা করতে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে ঈশ্বর সেবা। তাছাড়া মানুষের নিজেদের চরিত্র গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বনমন্ত্রী।

কিশোর থেকে যুবা অবস্থায় যাওয়ার পথে তাদেরকে সঠিক দিক দর্শানো জরুরি। তাদেরকে সঠিক পথের দিশা দেওয়া আমাদের কর্তব্য বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাছাড়ের জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি। তিনি অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন।জেলা প্রশাসনের উদ্যোগে এদিন যুব দিবসে এক রেলিরও আয়োজন করা হয়। পতাকা দেখিয়ে রেলির শুভ সূচনা করেন জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রাজীব রায়, যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাক্তার সুদীপ জ্যোতি দাস, স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ওএসবি জয়ন্ত বড়া প্রমূখ।

Comments are closed.

error: Content is protected !!