Also read in

বরাক বাসীর জন্য সুসংবাদ : বদলে যাচ্ছে শিলচর ত্রিবান্দ্রম এক্সপ্রেস

ভারতীয় রেলওয়ে ‘উৎকৃষ্ট’ প্রকল্প অনুযায়ী যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য বর্তমানে চলাচল করা প্যাসেঞ্জার ট্রেনের রেকগুলোকে আপগ্রেড করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, শিলচর ত্রিবান্দ্রম-এক্সপ্রেসকে ও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণব জ্যোতি শর্মা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মেল, এক্সপ্রেস মিলিয়ে সর্বমোট ৩২টি ট্রেন এই প্রজেক্ট উৎকৃষ্ট অনুযায়ী আপগ্রেড করা হচ্ছে। ২০১৯’য়ের মার্চ মাসের ভেতরে উত্তর-পূর্ব সীমান্ত রেলের এই প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

উৎকৃষ্ট প্রজেক্ট অনুযায়ী শুধুমাত্র বাহ্যিক দিকেরই নয়, পরিবর্তন আনা হবে ট্রেনটির কামরা ভিতরেও৷ একেবারে নতুনভাবে ঢেলে সাজানো হবে কামরাগুলিতে, দেখা যাবে আধুনিক রঙের বাহারও৷ উত্তর-পূর্বের ৩২টি ট্রেনের সাথে শিলচর ত্রিবান্দ্রম এক্সপ্রেসের যাত্রীরাও পাবেন ‘স্বচ্ছ রেল টয়লেট’৷ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে লক্ষ্য রেখে টয়লেটগুলিতে রাখা হবে একটি করে ডাস্টবিন৷ এছাড়াও, থাকছে বড়মাপের আয়না, আধুনিক বোতল রাখার জায়গা ইত্যাদি৷ এই প্রকল্পে এসি কোচগুলোতে থাকবে এলইডি প্যানেল লাইটিং, নাইট গ্লো স্টিকার প্যানেল ইত্যাদি।সবমিলিয়ে বলা যায়, এক নতুন ধরণের অভিজ্ঞতা পেতে চলেছেন রেল যাত্রীরা৷

Comments are closed.