Also read in

যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন, শিলচরে আসছে ২৫টি ইলেকট্রিক বাস

বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় এক বড় ধরনের উত্তরন ঘটতে চলেছে; ভারত সরকার ‘ফেম ইন্ডিয়া প্রকল্পের’ দ্বিতীয় পর্যায়ের অধীনে শিলচরের জন্য ২৫টি ইলেকট্রিক বাসের অনুমোদন দিয়েছেন।

কেন্দ্রীয় সরকারের ভারী শিল্প মন্ত্রক বায়ু দূষণ রোধের এক বিশেষ প্রয়াসে শহর এলাকায় এবং আন্তঃশহর পরিষেবার জন্য দেশের ৬৪টি নগরীর জন্য ৫৫৯৫টি ইলেকট্রিক বাস বরাদ্দ করেছেন। এতে আসাম পেয়েছে ১০০টি বাস; গুয়াহাটির জন্য ৫০টি এবং জোরহাট ও শিলচরের জন্য ২৫টি করে। গুয়াহাটি পাচ্ছে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে, জোরহাট এবং শিলচরকে দেওয়া হচ্ছে ‘বিশেষ ক্যাটাগরি রাজ্যের’ শহর হিসেবে।

২৬ টি রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে ১৪৯৮৮টি ই-বাসের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রস্তাবগুলো পর্যালোচনা করে প্রকল্প রূপায়ণ এবং অনুমোদন কমিটি (Project Implementation and Sanctioning Committee -PISC) ৬৪ টি নগরের জন্য ৫৫৯৫ টি ইলেকট্রিক বাস অনুমোদন করেছে।” ভারী শিল্প মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এখন প্রতিটি শহরকে বাঁধাধরা সময়ের ভিতর বাসগুলো সংগ্রহ করে পরিচালনার ব্যয় ভিত্তিক ভাবে সঠিক রুটে চালনা করতে হবে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সড়ক পথে উন্নততর যোগাযোগ ব্যবস্থা এবং কম বাজেটের বিমান পরিষেবা বরাক উপত্যকার জনগণের অনেক দিনের স্বপ্ন এবং ধীরে ধীরে তা রূপায়ণের পথে চলেছে, এটাই প্রতীয়মান হচ্ছে। নতুন প্রজন্মের বাস এতদঞ্চলে বরাদ্দ করার এই সরকারি উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এগুলো চালানোর জন্য রাস্তাঘাটের সঠিক মান গড়ে তোলা তথা বজায় রাখার সদিচ্ছা বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দাবি করছে উপত্যকার জনগণ ।

Comments are closed.