ভোটের দিন গুলোতে যথারীতি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার
আগামী লোকসভা নির্বাচনে ভোটদানের জন্য সংশ্লিষ্ট এলাকায় ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার। সেই অনুযায়ী বরাক উপত্যকার তিনটি জেলায় ছুটি থাকছে ১৮ই এপ্রিল। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট,১৮৮১’র ২৫ নং সেকশন অনুযায়ী আগামী ১৮ এপ্রিল কাছাড়, দরং, ডিমা হাসাও, হাইলাকান্দি, হোজাই, কামরূপ, কার্বি আংলং, করিমগঞ্জ,মরিগাও, নগাও, নলবারী, উদালগুড়ি, ওয়েস্ট কার্বি আংলং জেলাগুলোতে ছুটি ঘোষণা করা হলো।
ওই ঘোষণা অনুযায়ী সরকারি-বেসরকারি সমস্ত দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ীক প্রতিষ্ঠান, ব্যাংক, চা বাগান এবং বিভিন্ন শিল্প কারখানায় ঐদিন পাবলিক হলিডে হিসেবে গণ্য করা হবে।
এখানে উল্লেখ্য, ইতিমধ্যেই প্রথম পর্যায়ের ভোট উপলক্ষে সংশ্লিষ্ট জেলা গুলোতে ১১ এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছিল।
এই জেলাগুলো হলো বিশ্বনাথ, চরাইদেও, ধেমাজি, ডিব্রুগড়, গোলাঘাট, যোরহাট, লক্ষিমপুর, মাজুলী, নওগাঁও, শিব সাগর, শোণিতপুর, তিনসুকিয়া।
Comments are closed.