Also read in

শ্রীমন্ত শংকরদেবতিথি উপলক্ষে আগামীকাল ব্যাঙ্ক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও ছুটি

 

শ্রীমন্ত শংকরদেবতিথি উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল ১১ই সেপ্টেম্বর, মঙ্গলবার ছুটি ঘোষণা করেছেন। মহাপুরুষ শ্রীশ্রী শংকরদেবের মৃত্যু তিথি উপলক্ষে এই ছুটি ঘোষণা।

নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এক্ট,১৮৮১ অনুযায়ী এই ঘোষণার ফলে রাজ্যের সমস্ত সরকারি দপ্তর এবং ব্যাংক, জীবন বীমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দপ্তর বন্ধ থাকছে। রাজ্যপালের তরফে রাজ্য সরকারের কমিশনার এবং সেক্রেটারী ডঃ এম আঙ্গামুথু, আইএএস স্বাক্ষরিত এক নির্দেশে এই তথ্য জানানো হয়েছে।

এখানে উল্লেখ্য যে বিগত বছরগুলোতে শংকরদেব তিথি উপলক্ষে নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট এক্ট অনুযায়ী ছুটি ঘোষণা করা হয়নি। এই ঘোষণার ফলে লাগাতার চার দিন ব্যাংক বন্ধ থাকছে। মাসের দ্বিতীয় শনিবার, রবিবার স্বাভাবিক ছুটির দিন থাকলেও আজ সোমবার ‘ভারত বন্ধে’র জন্য রাজ্যের প্রায় সবগুলো ব্যাংক শাখা বন্ধ রয়েছে। হঠাৎ করে এই ছুটি ঘোষণার ফলে গ্রাহকদের অসুবিধার সম্মুখীন হতে হবে।

Comments are closed.