শিলচরে গ্রীনফিল্ড বিমানবন্দর: রাজ্য সরকারের কাছ থেকে জমির অনুমোদনের অপেক্ষায়
শিলচর তথা বরাকবাসীর জন্য অবশ্যই এটি একটি সুখবর যে শিলচর শীঘ্রই একটি নতুন গ্রীনফিল্ড বিমানবন্দর পেতে পারে। কারণ ভারতের বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে শিলচরে একটি নতুন গ্রীনফিল্ড বিমানবন্দর উন্নয়নের প্রস্তাব রয়েছে। গুয়াহাটির সাংসদ কুইন ওজা’র এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি জানান যে মন্ত্রিসভা অরুণাচল প্রদেশের ইটানগরের হলঙ্গিতে একটি নতুন গ্রীনফিল্ড বিমানবন্দর স্থাপনের অনুমোদন করেছে। অন্যদিকে শিলচর বিমানবন্দরের ক্ষেত্রে প্রাক সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এএআই রাজ্য সরকারের কাছে জমির ব্যাপারে বিস্তারিত জানাতে অনুরোধ করেছে।
মন্ত্রণালয় আরো জানায় যে, বিমান বন্দর কর্তৃপক্ষ গুয়াহাটি ও ইম্ফল বিমানবন্দরে নতুন টার্মিনাল ভবন নির্মাণ, লিলাবারি বিমানবন্দরে রানওয়ের পুনর্নির্মাণ, ডিব্রুগড় ও বড়পানি বিমান বন্দরে রানওয়ে সম্প্রসারণ, আগরতলায় কার্গো ভবন নির্মাণ এবং রূপসী ও তেজু বিমানবন্দরের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, আসামে গুয়াহাটির পর শিলচর হচ্ছে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর। কিন্তু শিলচর বিমান বন্দরে বর্তমান টার্মিনাল ভবনটি যাত্রীদের চাহিদা পূরণের জন্য যথেষ্ট প্রশস্ত নয়। সিকিউরিটি চেকিং এর জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এয়ার ফোর্সের নিয়ন্ত্রণাধীন এই বিমানবন্দরে নাইট ল্যান্ডিংয়ের ব্যবস্থা থাকলেও বায়ু সেনা কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় রাত্রিতে বিমান অবতরণ সম্ভব হচ্ছে না। বলাবাহুল্য, নতুন বিমানবন্দর নির্মিত হলে এই সব প্রতিকূলতা এড়িয়ে বরাকবাসীর চাহিদা পূরণ করতে সমর্থ হবে। যদিও সুখবরটি বাস্তবায়িত হতে এখনও অনেক আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, তবুও এই অঞ্চলের চাহিদা অনুযায়ী এক অত্যাধুনিক বিমানবন্দর শিলচরের ভাগ্যে জুটবে বলে আশা করা হচ্ছে।
Comments are closed.