ছেলের হাতে মা খুন ঘুঙ্গুরের আতাল বস্তিতে, কুপুত্র পুলিশ হেফাজতে
শিলচর ঘুংঘুরের আতাল বস্তি এলাকায় শুক্রবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক হত্যাকাণ্ড। নিজের মাকে হত্যা করল পাষাণহৃদয় পুত্র । জমিরুন নেছা নামের মহিলাকে রড দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করে পুত্র জাকির হোসেন।
শুক্রবার গভীর রাতে উত্তেজিত অবস্থায় বাড়ি ফেরে জাকির। রাত প্রায় ১২টায় মা জমিরুন নেছা জাকিরের জন্য খাবার নিয়ে যান তার ঘরে। সে সময় আরো উত্তেজিত হয়ে মায়ের সঙ্গে প্রচন্ড বাকবিতণ্ডা শুরু করে জাকির। একসময় লোহার রড দিয়ে আঘাত করে মায়ের মাথায়, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন জমিরুন নেছা। তার ও বাড়ির অন্যান্য লোকের আর্তচিৎকারে ছুটে আসেন আশেপাশের লোকজন।
প্রতিবেশীরাই জাকিরকে পাকড়াও করেন । তারপর উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। এদিকে, রক্তাক্ত অবস্থায় জমিরুন নেছাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন । ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারকে সমঝে দেওয়া হয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনও এজাহার দাখিল করা হয়নি।
প্রতিবেশিরা জানিয়েছেন যে, জাকির সবসময়ই খুব বদমেজাজী, তার ভয়ে পাড়া-প্রতিবেশি এবং পরিবারের লোকজন সব সময় অতিষ্ঠ হয়ে থাকতো। তবে ঠিক কি কারণে সে তার মাকে হত্যা করল তা জানা যায়নি। অন্য একটি সূত্রে জানা গেছে সে তার বোনকেও খুন করেছিল কিন্তু প্রমাণের অভাবে তার কোনও শাস্তি হয়নি।
Comments are closed.