Also read in

"বরাকে বিজ্ঞানের মিউজিয়াম স্থাপনের চেষ্টা চলছে", উধারবন্দে অনুষ্ঠিত জ্ঞানমেলায় বিধায়ক

 

রাষ্ট্রীয় আবিষ্কার অভিযানের অধীনে উধারবন্দ শিক্ষা খণ্ডে অনুষ্ঠিত হয় জ্ঞান মেলা। সোমবার বেলা এগারোটায় স্থানীয় বেসিক স্কুলে জ্ঞান মেলার উদ্বোধন হয়। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে উধারবন্দ খণ্ড শিক্ষাধিকারিক জয়ন্তী পাল বলেন, ছাত্রছাত্রীদের মধ‍্যে লুকিয়ে থাকা বিভিন্ন প্রতিভা তাদের কার্যক্রমের মাধ‍্যমে বের করে আনার জন‍্য প্রতি বছর বিজ্ঞান জাগরণ যাত্রার আয়োজন করা হয়ে থাকে। বিজ্ঞান জাগরণ যাত্রায় উধারবন্দ শিক্ষা খণ্ডের বিরাট ভূমিকা রয়েছে।

এই শিক্ষা খণ্ডের ছাত্রছাত্রীরা অতীতে রাজ‍্যিকস্তরে বিজ্ঞান জাগরণ যাত্রায় অংশগ্ৰহণ করে পুরস্কারও লাভ করেছে। বিজ্ঞান জাগরণ যাত্রার এক বিরাট সামাজিক ভূমিকাও রয়েছে। আজকের এই বিজ্ঞান মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে, এতে তাদের মধ‍্যে সামাজিক সম্পর্ক গড়ে উঠবে। উধারবন্দ এলাকায় বিজ্ঞানের কোন মিউজিয়াম না থাকায় এতদঞ্চলের ছাত্রছাত্রীদের সমস‍্যা হয়ে থাকে। তাই উধারবন্দ এলাকায় একটি বিজ্ঞান মিউজিয়াম স্থাপনের উদ্যোগ নিতে বিধায়ক মিহির কান্তি সোমের প্রতি অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মিহির কান্তি সোম বলেন, জ্ঞানের আরেক নাম‌ই বিজ্ঞান। জ্ঞান আহরণ করতে পারলেই বিজ্ঞানের প্রভাব বিস্তার করবে। স্কুলে পাঠদানের সাথে সাথে বাস্তবে যদি তা তুলে ধরা হয় তাতে শিশুদের মস্তিষ্কের বিকাশ হয়। জয়ন্তী পালের বক্তব‍্যের সূত্র ধরে তিনি বলেন, বরাক উপত্যকায় বিজ্ঞান মিউজিয়াম নেই। এনিয়ে চিন্তাভাবনা চলছে। বরাকে বিজ্ঞান মিউজিয়াম স্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন ।

জেলা শিক্ষা সম্মেলনীর সভাপতি স্বপন চক্রবর্ত্তী বলেন, শিক্ষার উন্নয়নে অনেক প্রকল্প হাতে নেওয়া হলেও বাস্তবে প্রাথমিক বিদ‍্যালয়গুলোতে তেমন পরিবর্তন আসেনি। অনেক স্কুল রয়েছে যেগুলোতে এখনও শৈক্ষিক পরিবেশ গড়ে উঠেনি। দেশে কলেজ, বিশ্ববিদ্যালয়, নিট প্রভৃতি গড়ে তোলা হচ্ছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব‍্যবস্থা কি পর্যায়ে রয়েছে তা দেখা প্রয়োজন। বিষয়টি বিত্তমন্ত্রীর নজরে আনবেন বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দ গাঁও পঞ্চায়েতের সভাপতি সাধনা আচার্য, আঞ্চলিক পঞ্চায়েত সহ সভাপতি অমিতাভ সিংহ, মনোজ কুমার সিং,কংকন ভট্টাচার্য, দিবেন্দু দত্ত প্রমুখ। এদিনের জ্ঞান মেলায় উধারবন্দ শিক্ষা খণ্ডের বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

এদিন ছাত্রছাত্রীদের মধ‍্যে এক কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এর‌আগে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুরবালা নৃত‍্য কেন্দ্রের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিল্পব বিশ্বাস।

Comments are closed.