
সমগ্র হাইলাকান্দি জেলা থেকে কার্ফু প্রত্যাহার হচ্ছে কাল সকাল থেকে
শান্তি-শৃঙ্খলা ফিরে এসেছে হাইলাকান্দিতে, তাই আগামীকাল সকাল থেকে কার্ফু সম্পূর্ণ ভাবে তুলে নেওয়া হচ্ছে।
জেলা উপায়ুক্ত কীর্তি জল্লি আজ এক আদেশবলে কার্ফু তুলে নেওয়ার কথা ঘোষণা করেছেন। বিগত ১০মে থেকে হাইলাকান্দি জেলায় প্রথমে সম্পূর্ণ পড়ে আংশিক কার্ফু বলবৎ ছিল। জানানো হয়েছে যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক হয় এবং জনগণ ও সংস্থার অনুরোধ আগামীকাল সকাল ছয়টা থেকে হাইলাকান্দি জেলায় কার্ফু সম্পূর্ণ ভাবে তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তবে আজ রাত ১০টা থেকে আগামীকাল ভোর পর্যন্ত সদর এলাকায় কার্ফু থাকবে।
হাইলাকান্দি সদর এলাকা ছাড়া হাইলাকান্দি জেলার বাকি এলাকাগুলো থেকে কার্ফু গত ২৭মে তুলে নেওয়া হয়েছিল।
উল্লেখ্য, বিগত ১০মে হাইলাকান্দি সদর থানা এলাকায় বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে, পুলিশের গুলি চালাতে হয় এবং কার্ফু বলবৎ করা হয়। ঘটনায় একজন নিহত এবং প্রায় ১৪ জন আহত হয়েছিল। সমগ্র বরাক উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করতে হয়েছিল। রাজ্য সরকার এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করেছে।
Comments are closed.