Also read in

ফের ব্যাঙ্গালুরুতে খুন বরাকের যুবক

ফের ব্যাঙ্গালুরুতে খুন বরাকের যুবক

রুটি রুজি, আর পরিবার প্রতিপালনের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে বর্হিরাজ্যে গিয়ে ফের নৃশংসভাবে খুন হলেন আসামের দুই তরতাজা যুবক। মঙ্গলবার রাতে ব্যাঙ্গালুরুর
একটি কনস্ট্রাকশন কোম্পানির গেইটের ভেতর প্রহরার কাজে নিয়োজিত থাকা অবস্থায় দুস্কৃতিরা পিটিয়ে খুন করে বরাকের সহিদুল ও নওঁগায়ের বিক্রমকে।

জানা গেছে, কর্নাটক রাজ্যের ব্যাঙ্গালুরুর ডডামা টেম্পল, সিটি ভ‍্যালি কনস্ট্রাকশন কোম্পানির সিকিউরিটি তে কর্মরত
ছিলেন হাইলাকান্দি জেলার নিতাইনগর দ্বিতীয় খন্ড গ্রামের আকবর আলী মজুমদারের পুত্র সহিদুল ইসলাম মজুমদার এবং বিক্রম নামের দুই যুবক।। মঙ্গলবার রাতে সিকিউরিটি র কাজে সহিদুল, বিক্রম ছাড়াও আরো এক যুবক ছিল। কিন্ত গভীর রাতে দুষ্কৃতিকারীরা বিক্রম ও সহিদুল কে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে ব্যাঙ্গালুরু পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে। এবং সি সি টিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এদিকে নাইট ডিউটির সময় এই দুই যুবকের হত্যাকাণ্ডের খবর পেয়ে ব্যাঙ্গালুরুতে কর্মরত বরাক উপত্যকার যুবকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উপযুক্ত তদন্ত সহ দুস্কৃতিদের গ্রেফতারের দাবি জানান। মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য ও তারা উদ্দ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, বিগত ক’বছরের মধ্যে কর্নাটকে বরাকের একাধিক যুবক খুন হলেও আজ পর্যন্ত কোন আসামী ধরা পড়েনি বলে হাইলাকান্দি জেলার বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠেছে।

Comments are closed.