Also read in

ভোটদানে সচেতনতা বাড়াতে হোলিতে মাতলেন ডিসি কীর্তি জল্লি, বিতরণ করলেন বিশেষ শাঁখা

মহিলা ভোটারদের মধ্যে ভোটদানে সচেতনতা বাড়াতে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন হাইলাকান্দির জেলা উপায়ুক্ত এবং এসভিইইপি (SVEEP) সেল।

জেলা উপায়ুক্ত গ্রামের ঘরে ঘরে গিয়ে হোলি খেললেন, সাথে বাঙালি হিন্দু বিবাহিত মহিলাদেরকে শাঁখা বিতরণ করলেন এবং অনুরোধ রাখলেন আসন্ন সংসদীয় নির্বাচনে ভোট দান করার জন্য। বিশেষভাবে নির্মিত এই সীমিত সংখ্যক শাখায় লেখা ছিল ১৮ এপ্রিল ভোটদানের অঙ্গীকার। এই অনুষ্ঠানে পাঁচ থেকে ছ’শ লোক এবং প্রশাসনের তরফ থেকে বেশকিছু লোক অংশগ্রহণ করেন।

প্রশাসনের এই উদ্যোগে বিপুলভাবে সাড়া দেন জনগণ, বিশেষ করে মহিলারা। তারা আগামী নির্বাচনে ভোট দানের অঙ্গীকার’ গ্রহণ করেন। একটি স্থানে গ্রামীণ মহিলাদের সাথে ধামাইলেও অংশগ্রহণ করতেও দেখা গেল ডিসিকে।

 

বয়স্ক মহিলা দেবযানি বললেন, “আমি কোনদিন কোন ডিসিকে ভোট দানের আবেদনসহ এরকম আমাদের সাথে হোলি খেলতে দেখিনি। এটা আমাদের উপর বিরাট প্রভাব ফেলেছে এবং আমরা বুঝতে পারছি ভোট দানের গুরুত্ব”।

সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ডিসি কীর্তি জল্লি বললেন, ” একজন মহিলা ডিসি হিসেবে মহিলা সশক্তিকরণের ব্যাপারে আমার কিছু কর্তব্য রয়ে গেছে। তাই গণতন্ত্রের এই মহা পার্বণে সবাইকে সামিল করতে আমরা উদ্যোগী হয়েছি। আজ হোলির দিনে আমি আমার পরিবারের সবাইকে মিস করছি ঠিকই, কিন্তু এখানে সবাই আমার পরিবার হয়ে গেছে।”

হাইলাকান্দি জেলা প্রশাসন করিমগঞ্জ সংসদীয় কেন্দ্রের হাইলাকান্দি, আলগাপুর এবং কাটলিছড়া বিধানসভা সমষ্টিতে ভোট দানের হার বাড়াতে বিভিন্ন ধরনের কার্যসূচি গ্রহণ করেছে।

Comments are closed.