
অসম বনধের বিরোধিতায় হাইলাকান্দি প্রশাসন
নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে
২৩ অক্টোবর মঙ্গলবার বিভিন্ন সংগঠনের ডাকা অসম বনধের তীব্র বিরোধিতা করে সরকারি কার্যালয় খোলা রাখতে এবং কর্মচারিদেরকে সময়মতো কার্যালয়ে উপস্থিত থাকতে কড়া নির্দেশ জারি করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন ।
জেলা উপায়ুক্ত আদিল খান সরকারি কর্মচারীদেরকে মঙ্গলবার সময়মতো কার্যালয়ে উপস্থিত থাকতে কড়া ফরমান জারি করেছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অনুপস্থিত কর্মচারিদের বেতন কাটা সহ তাদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলার সরকারি বিভিন্ন অফিস, আদালত, ব্যাংক ইত্যাদি কার্যালয় খোলা রাখা সহ কর্মচারিদের উপস্থিতি নিশ্চিত করতে ডিসি খান এদিন বিভিন্ন বিভাগের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার যে সব কর্মচারি অনুপস্থিত থাকবেন তাদের বেতন কাটা সহ কড়া শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও কর্মচারীদের সতর্ক করে দেন তিনি। তাছাড়া বাজার, হাট, যান চলাচল, যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখতে তিনি মার্চেন্টস অ্যাসোসিয়েশন, যান মালিক সংস্থাকে আহ্বান জানান। রাজ্য পরিবহন নিগমের বাস এদিন যথারীতি রাস্তায় চলাচল করবে। বেসরকারি যানবাহন চালাতে তিনি যান মালিক সংস্থাকে আহ্বান জানান। তাছাড়া যাত্রীসাধারণ সহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা উপায়ুক্ত আদিল খান জানান, বনধ সমর্থনকারী পিকেটারদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। জনস্বার্থ বিরোধী এই বনধের বিরোধিতা করে হাট বাজার, অফিস আদালত, সরকারি বেসরকারি কার্যালয় খোলা রাখার পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখতে আদিল খান জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাছাড়া ওই বনধকে সমর্থন না করতে জেলার সর্বস্তরের নাগরিকদের আহবান জানান তিনি।
এদিকে মঙ্গবারের বনধ সফল করে তুলতে সোমবার হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্তে প্রচারাভিযান চালায় ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি।। এক বিবৃতিতে এস এম এস এস জেলা সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর এ খবর জানিয়ে বলেন, মঙ্গলবার ১২ ঘন্টাব্যাপী ‘সর্বাত্মক অসম বনধ’ সফল করে তুলতে সর্বশক্তি দিয়ে মাঠে নামবে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। সমিতি বনধ সফল করতে জোর প্রচার চালিয়ে ব্যাপক সাড়া পেয়েছে। । বিভিন্ন এলাকায় সচেতন নাগরিকদের সঙ্গে বৈঠকও করেছেন সংগঠনের নেতৃবর্গ।
Comments are closed.