বিপিএলে লো স্কোরিং ম্যাচ জিতল হাইলাকান্দি ফ্রেন্ডস ফরএভার, সহজ জয় পেল দুধপাতিল ড্রাগনস
৭ ফেব্রুয়ারি : বিপিএল সিজন সিক্স এর দ্বিতীয় দিন সহজ জয় পেল দুধপাতিল ড্রাগনস। দিনের দ্বিতীয় ম্যাচে জেতে হাইলাকান্দির ফ্রেন্ডস ফরএভার। দিনের প্রথম ম্যাচে দুধ পাতিল ৭ উইকেটে হারায় ব্লু হিলস ডিমা হাসাওকে। এস এম দেব স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১০৪ রানই করতে সক্ষম হয় ব্লুহিলস। আসলে বিপক্ষের আটোসাটো বোলিংয়ের সামনে কোন সময়ই মাথা তুলে দাঁড়াতে পারেননি ব্লু হিলস এর ব্যাটসম্যানরা। তাদের একাধিক ব্যাটার শুরুটা ভালো করেও বড় স্কোর করতে পারেননি। দারুন বোলিং করেন ডানহাতি পেসার দিবাকর জহরি (৩-২৪)।
রান তাড়া করতে নেমে ১৫.২ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দুধপাতিল। বাঁ হাতি ওপেনার অমন ছেত্রী দলের পক্ষে সর্বাধিক ৩২ রান করেন। এছাড়া প্রশান্ত কুমার ১৯ ও রোশন টপনো অপরাজিত ২৮ রান করেন। দু উইকেট নেন বরফিল।
দিনের দ্বিতীয় ম্যাচটি ছিল লো স্কোরিং। এতে ১২৮ রানের সাদামাটা একটা স্কোর করেও দশ রানের জয় ছিনিয়ে নেয় ফ্রেন্ডস ফরএভার। ইলেভেন চ্যালেঞ্জার হাইলাকান্দির বিরুদ্ধে। দুপুরের ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১২৮ রান করে ফ্রেন্ডস ফর এভার। দলের পক্ষে সর্বাধিক ৪৫ রান করেন রজ্জিত পাল চৌধুরী। এছাড়া আল আমিন মজুমদার করেন ১৬। দুটি করে উইকেটে বিশাল নাগ ও দীপাঞ্জন দেব।
জবাবে ৭ উইকেটে ১১৮ রানে আটকে যায় ইলেভেন চ্যালেঞ্জার। শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। উল্লেখযোগ্য রান পান সুদীপ সিনহা ২৮ ও নির্মল সিনহা ২৬। এছাড়া শুভঙ্কর দে অপরাজিত থাকেন ২১ রানে। দুটি করে উইকেট নেন শুভজিৎ আচার্য ও সানু দাস।
Comments are closed.