Also read in

পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন হাইলাকান্দিতে 

দিনেরবেলা প্রকাশ্যে এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন  করেছে দুষ্কৃতিরা । চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মঙ্গলবার সকালে হাইলাকান্দি জেলার লালা থানার পাথরটিলা গ্রামে। খুন হওয়া ব্যাক্তির নাম  ইকরাম আলি লস্কর (৫০) ।তিনি মনাছড়া গ্রামপঞ্চায়েতের সদস্য ছিলেন। পারিবারিক কলহের জেরে ঘটনার সুত্রপাত বলে জানা গেছে।

ঘটনার পর মৃতের ভাই শুক্কুর আলি লস্কর এই হত্যাকান্ডের ব্যাপারে লালা পুলিশে মামলা দায়ের করে বলেছেন যে, মঙ্গলবার সকাল দশটা নাগাদ তার ভাই ইক্রাম আলি হাইলাকান্দির আদালতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল। সে পাথরটিলার রাস্তায় আসামাত্র জনৈক সাকির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ধারালো অস্ত্র সজ্জিত একদল দুস্কৃতি তার ভাইকে আক্রমন করে। আক্রমনকারীদের দায়ের আঘাতে তার ভাই মাটিতে পড়ে গেলে   সাকির উদ্দিনের সঙ্গীরা দা লাঠি ইত্যাদি দিয়ে তাকে বেধড়কভাবে মারতে থাকে। মারামারি চলাকালিন সময় ইক্রাম আলির পরিবারের পক্ষ থেকে লালা থানায় টেলফোনে যোগাযোগ করা হলে পুলিশ সাড়া দেয়নি বলে অভিযোগ।

ঘটনায় গুরুতর জখম ইকরাম আলিকে হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে আনা হয়। কিন্তু তার অবস্থা গুরুতর থাকায়  চিকিৎসকরা তাকে দ্রুত শিলচর মেডক্যাল কলেজে নিয়ে যেতে বলেন। যদিও মেডিক্যাল কলেজে নেওয়ার আগেই ইক্রামের মৃত্যু ঘটে।

পারিবারিক কলহকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত  বলে জানা গেছে। গত কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে অশান্তি চলছিল। এরপর এদিন প্রকাশ্যে হামলা চালিয়ে খুন করা হয় ইকারাম আলিকে।

এদিন একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে যাচ্ছিলেন ইক্রাম । কিন্তু তাকে আর আদালতে পৌছতে দেয়নি দুস্কৃতিরা। তার আগেই তাকে খুন করা হয়। ঘটনার পর মৃতের ভাই সুক্কুর আলি এই ঘটনার সঙ্গে জড়িত  সন্দেহে মোট আটজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন । পুলিশ তদন্ত আরম্ভ করলেও এখনও পর্যন্ত কোন গ্রেফতারের খবর নেই। তদন্তকারি অফিসার বিজয় রায়  বলেছেন ঘটনার সঙ্গে জড়িতদের অতিসত্বর গ্রেফতার করা হবে।

এদিকে এভাবে দিনেরবেলা প্রকাশ্য রাস্তায় এক ব্যাক্তিকে খুন করার ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি  হয়েছে।

Comments are closed.