Also read in

সাংবাদিকের পরিচয় পত্র জাল করে লকডাউনের মধ্যে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে গ্রেফতার যুবক

লকডাউনের বিধি-নিষেধ এড়িয়ে গাড়ি নিয়ে হাইলাকান্দি শহরে ঘুরে বেড়াতে গিয়ে গ্রেফতার হলেন এক জাল সাংবাদিক। ওই ব্যক্তি গুয়াহাটি ভিত্তিক এক নিউজপোর্টালের সাংবাদিকের পরিচয় পত্র জাল করে নিজেই সাংবাদিক পরিচয় দিয়ে শহরে বেরিয়ে পড়েন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুয়াহাটি ভিত্তিক ওয়েব পোর্টাল টাইম এইটের হাইলাকান্দি প্রতিনিধি বিধান সেন গুয়াহাটি দপ্তর থেকে হোয়াটস অ্যাপে পাওয়া নিজের পরিচয় পত্রের প্রিন্ট আউট  করাতে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিলওয়ার হোসেন লস্করের সাথে যোগাযোগ করেন। দিলওয়ার এক কম্পিউটারের দোকানে কাজ করে থাকে। সে দোকান খুলে বিধান সেনকে তার পরিচয় পত্রের প্রিন্ট আউট বের করে দেয়। পরবর্তীতে কম্পিউটারে সেভ করে রাখা ওই পরিচয় পত্রটিকে এডিট করে নিজের নাম বসিয়ে আরো একটি পরিচয় পত্র বানিয়ে নেয়।

লকডাউনের বিধি নিষেধ থাকা সত্ত্বেও গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করার সময় রবিবার হাইলাকান্দি পুলিশের হাতে ধরা পড়ে এই ভুয়া সাংবাদিক। পুলিশকে সে নিজের ভুয়া পরিচয় পত্র তুলে ধরে। সন্দেহবশত পুলিশ তাকে গাড়ি সমেত থানায় নিয়ে যায় এবং হাইলাকান্দি জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারে। জনসংযোগ আধিকারিক জানান, এই নামে টাইম এইটের কোন সাংবাদিক হাইলাকান্দিতে নেই।

সাথে সাথেই তাকে গ্রেফতার করা হয়। হাইলাকান্দি সদর থানায় এই নিয়ে ৪০৯ এবং ৪২০ ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দিলোয়ার হোসেনের এই দুঃসাহসিক কাজে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments are closed.

error: Content is protected !!