বাল্য বিবাহ মামলায় কাউন্সেলর হওয়ার অভিযোগে হাইলাকান্দি পুলিশ আটক করল দুই আইনজীবীকে
হাইলাকান্দি বার লাইব্রেরির দুই অ্যাডভোকেটকে হাইলাকান্দি পুলিশ আটক করেছে। হাইলাকান্দিতে কাউন্সেলর হিসেবে বাল্যবিবাহের মামলায় জড়িত থাকার অভিযোগে এই দুইজনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন আব্দুল হক লস্কর ও ফারুক লস্কর। বর্তমানে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে।
আমাদের প্রতিবেদকের সাথে কথা বলার সময় হাইলাকান্দির এসপি নবোনিত মোহন্ত বলেন, “বাল্ বিবাহ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাদের আটক করেছি। তারা বাল্যবিবাহের মামলায় কাউন্সেলর ছিলেন। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ “দ্য প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট ২০০৬” এর অধীনে যা ভারতে ১ নভেম্বর ২০১৭ থেকে কার্যকর হয়েছিল৷ এই আইন ভারতে বাল্যবিবাহ নিষিদ্ধ করে। এটি বাল্যবিবাহের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সহায়তা প্রদান করে। ভারতে বহুদিন ধরেই বাল্যবিবাহ একটি সমস্যা। ঐতিহ্যগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় সুরক্ষার ফলে এর সাথে লড়াই করা কঠিন হয়েছে। ২০০১ সালের আদমশুমারি অনুসারে, ভারতে ১৫ বছরের কম বয়সী পনেরো লক্ষ মেয়ে বিবাহিত হয়েছে।
Comments are closed.