ঈদের দিনে হাইলাকান্দি থেকে অপহৃত নাবালিকা ছাত্রী সেকেন্দ্রাবাদে উদ্ধার, গ্রেফতার ভিনধর্মী প্রেমিক
ঈদের দিনে লালার রাজ্যেশ্বরপুর থেকে অপহৃত নাবালিকা স্কুল ছাত্রীকে শেষপর্যন্ত তেলেংগানা রাজ্যের সেকেন্দ্রাবাদ থেকে সোমবার রাতে উদ্ধার করল লালা পুলিশ। এই উদ্ধার কর্ম সম্পাদন করতে সেকেন্দ্রাবাদ ছুটে যায় হাইলাকান্দি পুলিশের একটি দল। হাইলাকান্দি পুলিশের সাব ইন্সপেক্টর ত্রিদীপ বরা, পুলিশ কর্মী
ফজলুর রহমান লস্কর, কমরুল ইসলাম এবং মহিলা কনস্টেবল দেবশ্রী নাগ প্রমুখ সোমবার রাতে সেকেন্দ্রাবাদ পুলিশের সহযোগিতায় ভিনধর্মী প্রেমিক যুগলকে আটক করতে সক্ষম হন। বুধবারের মধ্যেই তাদেরকে লালা নিয়ে আসা হচ্ছে বলে পুলিশ সুত্রে জানানো হয়েছে।
জানা গেছে, মোবাইল টাওয়ার লোকেশনের মাধ্যমে সোমবার তেলেংগানা রাজ্যের সেকেন্দ্রাবাদে পুলিশ অভিযান চালিয়ে অপহৃত নাবালিকা স্কুল ছাত্রীকে উদ্ধারের পাশাপাশি
অভিযুক্ত সরোজ নাথ নামের যুবককে একটি কক্ষ থেকে আটক করে। ভিনধর্মী দুটি অল্প বয়স্ক ছেলেমেয়ের এভাবে পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে পুলিশে অপহরণের মামলা দায়ের করার পর এনিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার ও নাবালিকা উদ্ধারের দাবীতে বিভিন্ন সংস্থা সংগঠনের আন্দোলনে সরগরম হয়ে উঠে লালা এলাকা। জানাগেছে, মোবাইলের কল ট্রেকিং করে সরোজ নাথের অবস্থান জানতে সক্ষম হয় পুলিশ। নাবালিকা অপহরণ নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া বিডিএসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্করকে এই ইস্যুনিয়ে আর আন্দোলন করেলে প্রানণাশের হুমকি দিয়ে যে মোবাইল থেকে ফোন করা হয়েছিল সেটা ট্রেকিং করতে গিয়ে অভিযুক্ত সরোজ নাথ ও নাবালিকার সন্ধান মেলে।
প্রসঙ্গত, গত ৫ জুন ইদের দিনে লালার রাজ্যস্বরপুর গ্রামের কোহিনুর আদর্শ বিদ্যাপীঠের ছাত্রী ওই স্কুলের শিক্ষক সরোজ নাথ কর্তৃক অপহৃত হয় বলে অভিযোগ।যদিও অন্যসুত্রের খবর ভিন্ন ধর্মী দুই ছেলে-মেয়ের প্রেম থেকে যাবতীয় কান্ড।ঘটনার পরপরই নাবালিকা উদ্ধারের দাবীতে পুলিশের উপর চাপ সৃষ্টি করা হয়। ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির উদ্দ্যোগে
জাতীয় সড়ক অবরোধ হয়।চাপের মুখে তদন্তকারী অফিসার লালা থানার এস আই ত্রিদীপ বরাকে রামনাথপুর থানায় বদলি করা হয়।তদন্তের দায়িত্ব দেওয়া হয় লালা থানার ওসি লিটন দাসকে। যদিও শেষ পর্যন্ত সোমবার ত্রিদীপ বরা সেকেন্দ্রাবাদ ছুটে গিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার করেন।
Comments are closed.