হাইলাকান্দির হাসপাতালের উন্নয়নে তিন কোটি আশি লক্ষের অনুদান দিল পাওয়ার গ্রিড
হাইলাকান্দি জেলা সদরের এস কে রায় সিভিল হাসপাতালের উন্নয়নে ৩ কোটি ৮০ লক্ষ টাকার অনুদান দিল পাওয়ার গ্রিড।। শুক্রবার পাওয়ার গ্রিডের টাকায় আনুষ্ঠানিক ভাবে উন্নয়ন মূলক কাজেরও সূচনা হল।।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাইলাকান্দির বেহাল এস কে রায় হাসপাতালের উন্নয়নে পাওয়ার গ্রিড এগিয়ে আসায় গ্রিডকে ধন্যবাদ জানানো হয়। এখানে উল্লেখ্য,এস কে রায় হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন এবং সংস্কারের জন্য পাওয়ার গ্রিডের পক্ষ থেকে তিন কোটি আশি লক্ষ টাকার সাহায্য প্রদান করা হয়েছে। এই টাকা দিয়ে হাসপাতালের বেড কেনা থেকে আরম্ভ করে অন্যান্য বিভিন্ন ধরনের সংস্কার এবং মেরামতির কাজ করা হবে।
এদিনের অনুষ্ঠানে পাওয়ার গ্রিডের জেলারেল ম্যানেজার এ কে বরঠাকুর, হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হোসেন লস্কর, হাইলাকান্দির জেলাশাসক আদিল খান, হাইলাকান্দির স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এ কে মজুমদার, হাইলাকান্দি এস কে রায় হাসপাতালের সুপারেন্টেন্ডেন্ট সুদীপ চক্রবর্তী, বিজেপি নেতা হীরকজ্যোতি চক্রবর্তী প্রমুখ অংশ নেন।৷
সভায় পাওয়ার গ্রিডের জেনারেল ম্যানেজার এ কে বড়ঠাকুর জানান, হাইলাকান্দির স্বাস্থ্য সেবায় অংশীদার হতে পেরে তারা কৃতার্থ মনে করছেন। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি স্বচ্ছতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি । তাদের সংস্থা ভারতের বিভিন্ন স্থানে জনসেবামূলক কাজ করে যাচ্ছে বলে জানান তিনি ।
হাইলাকান্দির জেলাশাসক আদিল খান তার বক্তব্যে জেলার চিকিৎসা সেবার উন্নয়নে পাওয়ার গ্রিডের এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। হাসপাতালের উন্নয়ন ছাড়াও জেলা ক্রীড়া সংস্থার মাঠের সংস্কার, নজরুল সদনের সংস্কারের জন্য পাওয়ার গ্রিড সহ অন্যান্য বিভিন্ন সংস্থাও এগিয়ে এসেছে বলে তিনি জানান ।
হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্কর জানান হাইলাকান্দির এস কে রায় হাসপাতালের বেহাল অবস্থার ইদানিং কিছুটা পরিবর্ত্তন হয়েছে । মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছেন। তিনি নিজে এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেন। এস কে রায় হাসপাতালের সুপার সুদীপ চক্রবর্তী জানান বর্তমানে এই হাসপাতালের পরিকাঠামোগত অবস্থা একেবারে বেহাল হয়ে আছে । গ্রিডের অর্থ হাসপাতালের উন্নয়নে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, এই হাসপাতালকে একশো শয্যা থেকে বাড়িয়ে দেড়শো শয্যার করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে হাইলাকান্দির জেলাশাসক আদিল খান এবং পাওয়ার গ্রিডের জেলারেল ম্যানেজার এ কে বরঠাকুরের মধ্যে এ সংক্রান্ত এক চুক্তিও স্বাক্ষরিত হয়। সেইসঙ্গে ফলক বসিয়ে এদিনই কাজের সূচনা করেন।
Comments are closed.