কালবৈশাখীর ঝড় বরাকে : বজ্রাঘাতে যুবকের মৃত্যু, তাণ্ডব করিমগঞ্জে
মহা সংকটের মুহূর্তে কঠিন পরিস্থিতি মোকাবিলায় যখন মানুষের দিশেহারা অবস্থা, তখন আরও এক অঘটন ঘটল কাছাড় জেলার বরজুরাইতে। আজ বরজুরাইতে এক মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়। সেখানে বজ্রপাতের ফলে একজন যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যায়। মকবুল হুসেন মজুমদার নামের এই যুবকের ঘর কাছাড় জেলার বরজুরাইতে বলে জানা গেছে।
ঘটনায় প্রকাশ, আজ মকবুল শাক সব্জির ক্ষেতে কাজ করছিল। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় এবং কালবৈশাখীর ঝড় শুরু হয়। এরই মধ্যে হঠাৎ করে বজ্রপাত ঘটে। বজ্রপাতের ফলে সেই স্থানেই মকবুলের মৃত্যু হয় বলে জানা যায়।
পরে স্থানীয় জনগণ ঘটনাস্থলে জমা হন। তারা মকবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করেন। কিন্তু মেডিক্যাল কলেজে পৌঁছার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার ফলে সমস্ত এলাকায় শোকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
অন্যদিকে আজ করিমগঞ্জ জেলা জুড়ে শিলাবৃষ্টি সহ ঝড়ের তাণ্ডব দেখতে পাওয়া যায়। কালবৈশাখীর ঝড়ে ক্ষতির সম্মুখীন হতে হয় জেলাবাসীকে।প্রচন্ড ঝড় অনেকগুলো গাছকে জড় থেকে উপড়ে ফেলে দেয়। এদিকে ঝড়ের তাণ্ডবে বাজার ইন্ডিয়া মলের কাচের জালনাগুলো ভেঙ্গে যায়। তাছাড়া অনেকগুলো বাড়ির ছাদ উড়ে চলে যায়। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ পরিষেবাও করিমগঞ্জ শহরে ব্যাহত হয় বলে জানা যায়।
Comments are closed.