Also read in

শিলাবৃষ্টি নিয়ে কেলেঙ্কারি: হাইলাকান্দিতে বরখাস্ত পাটোয়ারি, শো'কজ সিও কে

২০১৭ সালের শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির ক্ষেত্রে দুর্নীতির দায়ে চাকরি থেকে বরখাস্ত হলেন এক পাটোয়ারি। নিজের পরিবার, নিকটাত্মীয়দের একাধিক ব্যক্তির নাম তালিকাভূক্ত করে অর্থ আত্মসাতের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে লালা রাজস্ব চক্রের পাটোয়ারি চন্দ্র প্রকাশ শীলকে ।

হাইলাকান্দির এডিসি এলডাড ফাইরেনের তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে জেলা শাসক আদিল খান ২৯ সেপ্টেম্বর এক নির্দেশে পাটোয়ারি চন্দ্র প্রকাশ শীলকে চাকরি থেকে সাসপেন্ডের সাথে সাথে লালার চক্র আধিকারিক মধুমিতা নাথকে কারণ দর্শানোর নোটিশও জারি করেছেন। ।

২০১৭ সালের শিলাবৃষ্টিতে লালার কৈয়া রামচণ্ডী গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির দায়িত্বে ছিলেন পাটোয়ারি চন্দ্র প্রকাশ শীল।। কিন্ত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরিতে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয় বলে অভিযোগ উঠায় তদন্তের নির্দেশ দেন জেলা শাসক আদিল খান।।। অতিরিক্ত উপায়ুক্ত এলডাড ফাইরেন সরেজমিনে রামচণ্ডী ছুটে গিয়ে জনতার অভিযোগ রেকর্ড করেন। এডিসি ফাইরেন এর সরেজমিনে তদন্তে পাটোয়ারি চন্দ্র প্রকাশের নানা জালিয়াতি ধরা পড়ে। এমনকি ক্ষতিগ্রস্ত নন এমন লোকদের হিতাধিকারী সাজিয়ে সরকারি তহবিল তছরূপ, একই পরিবারের একাধিক লোকের নাম অন্তর্ভূক্তির ঘটনাও ধরা পড়ে। তাছাড়া পাটোয়ারি চন্দ্র প্রকাশ শীল তার নিজের পরিবারের একাধিক সদস্যকে হিতাধিকারী সাজিয়ে অর্থ আত্মসাৎ করেছেন বলেও তদন্তে ধরা পড়ে।

Comments are closed.

error: Content is protected !!