Also read in

মক্কায় হজব্রত পালনে গিয়ে হাইলাকান্দির হজযাত্রীর মৃত্যু

পবিত্র মক্কায় হজব্রত পালনে গিয়ে প্রয়াত হলেন লালার টান্টুর হজযাত্রী জামাল উদ্দিন চৌধুরী। রবিবার ভারতীয় সময় ৪ টা ৫০ মিনিটে মক্কার আজিজিয়া হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর।

জানা গেছে, গত ২৭ জুলাই কলকাতা থেকে বিমানে হজব্রত পালনে মদিনা যান এবং যথারীতি হজব্রত পালন করেন। আগামী ১১ সেপ্টেম্বর তার বাড়ি ফিরে আসার কথা ছিল।

শনিবার মক্কায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত আজিজিয়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত রবিবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এদিকে হাজি জামাল উদ্দিনের মৃত্যু সংবাদ ভারতীয় দূতাবাস থেকে হাইলাকান্দি জেলা প্রশাসন তথা জেলা হজ কমিটিকে অবহিত করা হয়। জেলা হজ কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক হাফিজ আবুল হোসেন মাঝারভুইয়া প্রয়াত হজযাত্রীর বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা জানান।

অন্যদিকে পরিবারের মতামত নিয়ে প্রয়াত জামাল উদ্দিনের শেষকৃত্য মক্কায় সম্পন্ন করতে জেলা শাসক আদিল খান রাতেই সৌদি আরবে এফিডেভিট পাঠান। জেলা উপায়ুক্ত আদিল খানের দ্রুত পদক্ষেপ গ্রহণ সহ বার্তা প্রেরণের জন্য এলাকার জনগন সন্তোষ ব্যক্ত করে জেলা হজ কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, প্রয়াত জামাল উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

Comments are closed.

error: Content is protected !!