Also read in

হাইলাকান্দির জামিরা থেকে বোমা উদ্ধার ! পরীক্ষার জন্য আসছেন সেনার বোমা বিশেষজ্ঞ

দক্ষিন হাইলাকান্দির জামিরা সোমবার সাত সকালে এক ব্যক্তির বাড়িতে বোমা উদ্ধারের খবরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বোমা উদ্ধার করতে সমর্থ হয়েছে।

জানা গেছে, সোমবার সকালে জামিরা গ্রামের জনৈক জমির উদ্দিন তার বাড়ির বেড়ার মধ্যে সুতলি দিয়ে বাঁধা বোমার ন্যায় একটি বস্তু দেখতে পান। আর এটি দেখেই তিনি আৎকে উঠেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশিদের ব্যাপারটা জানান। খবর পেয়ে প্রতিবেশিরা দ্রুত ছুটে আসেন। গ্রামবাসীর পক্ষ থেকে বিষয়টি জামিরা পুলিশ ফাঁড়িতে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

অন্যদিকে কাটলিছড়া থেকে আসাম রাইফেলস’র জওয়ানরাও ছুটে যায়। আসাম রাইফেলস সন্দেহজনক বোমাটি নিরাপদ স্থানে নিয়ে রেখেছে। মঙ্গলবার সকালে সেনা বাহিনীর বোমা বিশেষজ্ঞ এসে বোমাটি পরীক্ষা করবেন বলে আসাম রাইফেলস এর পক্ষ থেকে জানানো হয়েছে।

Comments are closed.