Also read in

স্টেট ব্যাংকের কাবুগঞ্জ শাখার ভেতরে ম্যানেজারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ব্যাংকের ভিতরে রেকর্ডরুমে গলায় দড়ি বাধা অবস্থায় ঝোলানো শাখা প্রবন্ধকের দেহ। স্টেট ব্যাংকের কাছাড় জেলার কাবুগঞ্জ শাখায় আজ সকালে এমন দৃশ্য প্রত্যক্ষ করলেন সহকর্মীরা।

Kuldeep Dasgupta

কাবুগঞ্জের ৩০ বছর বয়স্ক ‌ কুলদীপ দাশগুপ্ত বেশ কিছুদিন ধরে ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে এই শাখায় কাজ করছিলেন। কয়েকদিন ধরে ব্রাঞ্চে চলছিল রিস্ক ফোকাসড ইন্টারনাল অডিট (Risk Focussed Internal Audit)।‌ তাই শুক্রবার ব্যাংকের কাজ শেষ হয় বেশ দেরিতে। অডিট সম্পর্কিত অনেক কাজ বাকি থাকায় কুলদীপ সহকর্মীদের বাড়ি চলে যেতে বলেন এবং নিজে শিলচর অম্বিকাপট্টির বাড়িতে না গিয়ে রাত্তিরে ব্রাঞ্চ বিল্ডিংয়ের ভিতরেই থাকে যান।

আজ সকালে সাফাই কর্মী, গার্ডসহ অন্যান্য কর্মীরা ব্রাঞ্চে উপস্থিত হয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পান। গলায় লাগানো দড়ি সিলিং এর সাথে ঝুলছে এবং অদ্ভুতভাবে দড়ির ওপর প্রান্ত পায়ে ও বাধা রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এটা আত্মহত্যা নাকি হত্যার ঘটনা তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি বরঞ্চ রহস্যের সৃষ্টি হয়েছে। পা বাঁধা থাকার ঘটনা ছাড়াও ব্যাংকের সিসিটিভি ফুটেজে ও রহস্য ঘনীভূত হয়েছে। তদন্তে নেমে পুলিশ দেখতে পায় যে, একটা দীর্ঘ সময়ের সিসিটিভি ভিজুয়াল নেই।

এদিকে, এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্থানীয় জনতা উপযুক্ত তদন্ত দাবি করেছে কারণ একজন লোক পা বাধা অবস্থায় কি করে নিজেকে ফাঁসিতে ঝুলাতে পারে !

ময়না তদন্তর রিপোর্ট থেকে হয়তো বিস্তারিত জানা যাবে।

Comments are closed.