
মেঘালয়ে বাঙালি যাত্রী হেনস্থা রুখতে সাংমাকে চিঠি সুস্মিতার
গুয়াহাটি যাওয়ার পথে মেঘালয়ে বরাক উপত্যকার বাঙালি যাত্রীদের প্রতিনিয়ত হেনস্থা করে মেঘালয় পুলিশ। এনআরসি বা অন্য কারণ দেখিয়ে বাঙালি যাত্রীদের হেনস্তা বন্ধ করতে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কাছে চিঠি লিখে আবেদন জানালেন জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব।
সোমবার মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কাছে জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী হিসেবে চিঠি লিখে আবেদনটি জানান সুস্মিতা। তিনি বলেন, বরাক উপত্যকা এবং সংলগ্ন এলাকা থেকে মেঘালয় হয়ে যে যাত্রীরা গুয়াহাটি যাতায়াত করেন, তাদের সঙ্গে বিভিন্ন কারণ দেখিয়ে দুর্ব্যবহার করে মেঘালয় পুলিশ। অনেকের কাছে এনআরসির কাগজ ও চাওয়া হয়, সঙ্গে চলে জিজ্ঞাসাবাদ। পার্শ্ববর্তী রাজ্য হয়ে যদি আমাদের এলাকার মানুষ মেঘালয়ের উপর দিয়ে সুরক্ষিতভাবে যাত্রা করতে না পারেন, তাহলে তা দুই রাজ্যেরই লজ্জা। সুস্মিতা লিখেছেন, “আমরা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে দেখেছি, বাঙালি যাত্রীদের বিদেশি বা বাংলাদেশি বলে আখ্যা দেন মেঘালয় পুলিশের আধিকারিকরা। উত্তর-পূর্বের প্রত্যেক রাজ্যে বাঙালিরা আদি বাসিন্দা। এখানে এধরনের অপমানজনক কথাবার্তা একেবারেই মেনে নেওয়ার মতো নয়। আপনার বাবা পিএ সাংমা একজন স্বনামধন্য রাজনীতিবিদ এবং দক্ষ নেতা ছিলেন। তার উত্তরসূরি হিসেবে রাজ্যে আপনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আমি আশা রাখবো আপনি এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এবং দৃষ্টান্ত স্থাপন করবেন যে আপনার রাজ্যে প্রত্যেক ব্যক্তি সুরক্ষিত।”
Comments are closed.