Also read in

"কঠিন পরিশ্রমের কোন বিকল্প নেই", উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী অসীম সরকার একজন শিক্ষক হতে চায়

বরাক উপত্যকা বাসীদের জন্য এক আনন্দঘন মুহূর্ত; আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় চার জন ছাত্র মেধাতালিকায় স্থান করে নিল‌ । এর মধ্যে বিবেকানন্দ জুনিয়ার কলেজের ছাত্র অসীম সরকার বানিজ্য বিভাগে সেরা ছাত্রের স্বীকৃতি পেল । অসীম সর্বমোট ৫০০ নম্বরের মধ্যে ৪৭৪ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে বাণিজ্য বিভাগে প্রথম স্থান দখল করলো।

বরাক বুলেটিনের সাথে এক সাক্ষাৎকারে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অসীম বলল, ” আমি বিবেকানন্দ জুনিয়র কলেজে ২০১৭ সালে ভর্তি হই, তখন থেকেই কলেজের শিক্ষার পরিবেশ আমাকে খুবই সাহায্য এবং উৎসাহিত করে এসেছে যা আমার ব্যক্তিগত ক্ষমতা-দক্ষতাকে বাড়িয়ে দিয়েছে। শিক্ষকরা সবসময় আমাদের সহযোগিতা করে চলেছেন। আমাদের উৎসাহ বাড়ানোর জন্য স্যাররা প্রাক্তন ছাত্রদের কথা আমাদের শোনাতেন, যারা মেধাতালিকায় স্থান করে নিয়েছিল”।

অসীম জানালো, “আমি বিশ্বাস করি প্রত্যেক মানুষের ভিতর ভগবান রয়েছেন, তাই প্রত্যেককেই আমি যথাযথ সম্মান করি। আমি মনে করি, ঈশ্বরের আশীর্বাদ, শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং আমার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সহযোগিতায় আমি আজ এই পরীক্ষায় প্রথম স্থান দখল করতে সমর্থ হয়েছি”।

আগামী দিনগুলোতে যেসব ছাত্র এরকম ভালো ফল করতে চায় তাদের জন্য অসীম সরকারের বার্তাটা এরকম, “আমার পরবর্তীদেরকে আমি বলতে চাই, পড়াশোনার জন্য বাকি সব কিছু সেক্রিফাইস করতে হবে। তুমি ভালো ফল করতে পারবে এই ব্যাপারে নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে হবে এবং সেই বিশ্বাস অনুযায়ী পুরো সময় ধরে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নেই এবং সারা বৎসর ধরে এই পরিশ্রম চালিয়ে যেতে হবে।”

প্রাপ্তবয়স্ক হওয়ার সময় কোন একটা সম্পর্কে জড়িয়ে পড়া খুবই স্বাভাবিক প্রবণতা, কিন্তু ভালো ফলাফল করতে গেলে এই ব্যাপারটা এড়িয়ে চলতে হবে। সরকার বলল, “আরেকটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ এবং সিদ্ধান্তমূলক যা আমি ইলেভেন টুয়েলভ-এর ছাত্রদেরকে বলতে চাই, ব্যক্তিগত জীবনে খুব একটা জড়িয়ে পড়লে হবে না, পড়াশোনার দিকে মনোযোগ রেখে নিজের একাডেমিক ক্যারিয়ার বর্ণময় করে তুলতে হবে”।

অসীমের শিক্ষকরা যেভাবে ওর উত্তরণের প্রয়াস চালিয়ে গেছেন, অসীম নিজেও তার পরবর্তীদের এই ধরনের উৎসাহ দিতে আগ্রহী। সে আরও জানালো, “আমি বিবেকানন্দ কলেজ থেকেই বি কম করতে চাই। এই কলেজের শিক্ষকরা আমাকে উৎসাহিত করেছেন, আমাকে গড়ে তুলেছেন এবং আজ আমি যতটুকু সফল, সব ওদের জন্যই। আমিও ভবিষ্যতে একজন শিক্ষক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে চাই”।

Comments are closed.