
কাছাড়ের হরিণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে অসমের সেরা পিএইচসি ঘোষণা কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রকের
কাছাড়ের স্বাস্থ্য বিভাগের মাথায় আরেকটি পালক জুড়ে গেল। জেলা স্বাস্থ্য বিভাগের সোনাই স্বাস্থ্য খন্ডের অন্তর্গত হরিণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে অসমের সেরা পিএইচসি ঘোষণা করেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধনের উপস্থিতিতে রবিবার এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একই হাসপাতালের চিকিৎসক মোঃ ইজাজ আহমেদ লস্কর পিএইচসি স্তরে রাজ্যের সেরা চিকিৎসক হিসেবে সম্মানিত হয়েছেন। সঙ্গে হাসপাতালে অন্যান্য স্বাস্থ্যকর্মী এবং আসাকর্মীরা বিভিন্ন ক্যাটাগরিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন।
কেন্দ্র সরকারের আয়ুষ মন্ত্রকের পক্ষ থেকে প্রাইমারী হেলথ সেন্টার, আপার প্রাইমারি হেলথ সেন্টার এবং সাবসিডিয়ারি হেলথ সেন্টার ক্যাটাগরিতে রাজ্যস্তরে পুরস্কার ঘোষণা করা হয়েছে রবিবার। এতে রাজ্যের সেরা পিএইচসি, সেরা চিকিৎসক এবং সেরা এএনএম সহ অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ী হয়ে সারা উপত্যকার মুখ উজ্জ্বল করেছে হরিণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।
চিকিৎসক মোঃ ইজাজ আহমেদ লস্কর এব্যপারে বলেন, “হরিণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকের অধীনে ১১টি সাব-সেন্টার রয়েছে। ওপিডি সহ প্রায় সব ধরনের প্রাথমিক চিকিৎসা পরিসেবা হাসপাতালেই দেওয়া হয়। হয়ত এই কারণেই রাজ্যের সেরা হাসপাতাল হিসেবে সম্মান পেয়েছে এটি। এসেন্সিয়াল এবং এফোর্ডেবল পরিসেবাগুলো প্রদানের ক্ষেত্রে দ্বিধাবোধ করেননা এই পিএইচসি-র স্বাস্থ্যকর্মীরা। আমাদের সঙ্গে সহযোগিতা করেন আসা কর্মীরা। এলাকার কোনও ব্যক্তি স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত থাকেন না। ন্যূনতম স্বাস্থ্যপরিষেবা আমরা পৌঁছে দেই এবং যাদের চিকিৎসা আমাদের স্বাস্থ্যকর্মীদের দ্বারা সম্ভব নয়, তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এলাকায় অ্যানিমিয়া সহ বিভিন্ন সমস্যায় ভোগেন মহিলারা, তাদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিয়ে স্বাস্থ্যের উন্নতির চেষ্টা করেন আমাদের কর্মীরা। এই পুরস্কারে তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং এর আরেকটি সুফল রয়েছে। এবার থেকে এলাকার মানুষ আরও বেশি করে স্বাস্থ্যপরিসেবা গ্রহণ করবেন এবং আমাদের পরামর্শ মানবেন বলেই আশা করছি। যদি এমনটা হয় তাহলে আগামীতে এলাকার স্বাস্থ্যপরিসেবা উন্নততর হবে।”
হরিণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এএনএম আয়েশা বেগম লস্কর, পদুনা বেগম লস্কর এবং কল্যাণী দাস রাজ্যের সেরা এএনএম-য়ের সম্মান পেয়েছেন। ল্যাব টেকনিশিয়ান রফিক উদ্দিনকে রাজ্যের পিএইচসি স্তরের সেরা ল্যাব টেকনিশিয়ান সম্মান দেওয়া হয়েছে। এই চিকিৎসা কেন্দ্রে কাজ করা আসা কর্মীর দলকে পিএইচসি স্তরের বেস্ট পারফর্মিং এবি-এইচডব্লুসি-র উপাধি দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছেন আসা সুপারভাইজার ভারতী সরকার, আসাকর্মী জিতুরানী দাস, আমিনা বেগম, চিনু বালা দাস, রাবিয়া বেগম, শফাতুন নেসা এবং আসা হেল্পার শিশুরঞ্জন নাথ।
Comments are closed.