দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল শুক্রবার। পারুল রানী শর্মা স্মৃতি দ্বিতীয় ডিভিশন লিগ কাম নকআউট প্রাইজমানি ক্রিকেট দিয়ে শুরু হলো শিলচরের নতুন ক্রিকেট মরশুমের। এদিন উদ্বোধনী দিনে জয়লাভ করে মধ্য শহর এস এস ও ক্লাসমেটস ইউনিয়ন। বি ডিভিশন ক্রিকেট হলেও করোনা কালের প্রথম টুর্নামেন্ট নিয়ে স্থানীয়দের মধ্যে বেশ উৎসাহ রয়েছে। তাই শুক্রবার সকালে সতীন্দ্র মোহনদেব স্টেডিয়ামে বেশ ভালো সংখ্যক দর্শক জড়ো হয়েছিলেন।
দিনের প্রথম ম্যাচে মধ্যশহর ৮ উইকেটে হারায় উদয়ন সংঘ কে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মধ্য শহর। এই সিদ্ধান্তকে দারুণভাবে কাজে লাগান দলের বোলাররা। মধ্যশহরের দুরন্ত বোলিংয়ের সামনে নয় উইকেটে ১০১ রানই তুলতে সক্ষম হয় উদয়ন। উল্লেখযোগ্য রান পান সৌমিক দাস ২১, বিকাশ দেব ১৭ ও সন্তোষ দাস ১৪। অতিরিক্ত থেকে আসে ২৩। কেবল ১৫ রান দিয়ে চার উইকেট তুলে নেন প্রিয়াংশু বর্মন। এছাড়াও দুটি করে উইকেট নেন লিপন সিনহা ও জুয়েল চৌধুরী।
জবাবে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মধ্য শহর। তাদের শিবা সিনা ৪৭ রান করেন। বিপ্লব সিনহার অবদান ৩২।
দিনের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় ছিনিয়ে নেয় ক্লাসমেটস ইউনিয়ন। তারা ১১৯ রানে উড়িয়ে দেয় অরুণাচল এসএসকে। টসে জিতে প্রথমে ব্যাট করে ক্লাসমেটস। তারা নির্ধারিত কুড়ি ওভারে ৪ উইকেটে করে ১৬৫। রাহুল রায় অপরাজিত ৩৯ রান করেন। কুনাল রায় করেন অপরাজিত ৩৪। এছাড়াও অমিও শংকর রায় ২৮, পুরিনদর সিং ২৯ ও রিপু মজুমদার ২২ রান করেন। জবাবে রিপু মজুমদারের বিষাক্ত বোলিংয়ের সামনে কেবল ৪৬ রানেই লুটিয়ে পড়ে অরুণাচল। হ্যাট্রিক সহ মোট চার উইকেট নেন রিপু। তার বোলিং বিশ্লেষণ ছিল-১.৪-০-০-৪। এছাড়া বিশাল বর্মন নেন ৩ উইকেট।
এদিন উদ্বোধনী ম্যাচ শুরু হবার আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন প্রাক্তন খেলোয়ার তথাগত দেব রায়। সঙ্গে ছিলেন বাসুদেব শর্মা ও হাবুল বসু সহ শিলচর ডিএস এর সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, দুই এজিএস অরিজিৎ গুপ্ত ও অজয় চক্রবর্তী এবং ক্রিকেট সচিব নিরঞ্জন দাস।
Comments are closed.