
সুপার ডিভিশনে জয়ের স্বাদ পেল ইউনাইটেড, টানা তিন ম্যাচ হারলো ইন্ডিয়া ক্লাব
অবশেষে সুপার ডিভিশনে জয়ের স্বাদ পেল দু বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউনাইটেড ক্লাব। মঙ্গলবার তারা ৫ উইকেটে হারিয়ে দেয় ইন্ডিয়া ক্লাব কে। এর আগে প্রথম তিন ম্যাচে হেরেছিল ইউনাইটেড। তবে চতুর্থ ম্যাচে বড় জয় পেল তারা। এর ফলে সেমিফাইনালের লড়াই আরো জমে উঠলো। ইটখোলা এসি ও টাউন ক্লাব শেষ চার নিশ্চিত করে নিয়েছে।
বাকি দুটি স্থানের জন্য লড়াই করছে চারটি দল। এরমধ্যে ইন্ডিয়া ক্লাবের বিরুদ্ধে জয়ের ফলে পয়েন্ট টেবিলে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ইউনাইটেড। উল্টোদিকে, হারের হ্যাট্রিকে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ইন্ডিয়া ক্লাব। এখন পর্যন্ত যোগাযোগ সংঘ ও ত্রিবেণী ক্লাব একটি করে জয় পেয়েছে।
এদিন এস এম দেব স্টেডিয়ামে সকালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইউনাইটেডের অধিনায়ক মোশারব হোসেন লস্কর। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে নির্ধারিত ৪০ ওভারে সাত উইকেটে ২০৫ রান করে ইন্ডিয়া ক্লাব। মূলত বাঁহাতি ওপেনার পারভেজ মুশারফের (৮০) দুরন্ত অর্ধশত রানের দৌলতে বড়োসড়ো স্কোর খাড়া করতে সক্ষম হয় তারা। ভালো ছন্দে ছিলেন ওপেনার প্রদীপ সরকার ও (২৪)। পারভেজের সঙ্গে তার ওপেনিং জুটিতে ওঠে ৬৯। যদিও মিডল অর্ডার প্রত্যাশা অনুসারে পারফর্ম করতে পারেনি। অধিনায়ক রেহান জমিল মজুমদার ২১, গোবিন্দ ২৩ ও অমর কলিতা ১৩ রান করেন। দুই উইকেট নেন ডানহাতি পেসার দিবাকর জহরি।
রান তাড়া করতে নেমে ইউনাইটেডের শুরুটা দারুণ করে দেন দুই ওপেনার সুকান্ত দে ও অম্বর। দুজনে প্রথম উইকেটের জন্য যোগ করেন ১০৬। অম্বর ফেরেন ৪৫ রান করে। তবে একদিক থেকে দারুন ছন্দে ব্যাট করে যান সুকান্ত। তিনি খেলেন (৭৪) অর্ধশতরানের ইনিংস। ইনিংসের মাঝামাঝি দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইউনাইটেড। অধিনায়ক মোশারব (১৫), প্রসেনজিৎ সরকার (২৪) ও ওয়াসির আহমেদ (৬) রান করেন। তবে লোয়ার মিডল অর্ডারে সঞ্জীব দত্ত অপরাজিত ২৩ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলে দলকে উতরে দেন। ৫ উইকেট হারিয়ে তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইউনাইটেড। দুটি উইকেট নেন যোগেশ্বর ভূমিজ।
ভালো ব্যাটিং এর জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন সুকান্ত দে। তার হাতে পুরস্কার তুলে দেন দীপ নারায়ন গোস্বামী।
Comments are closed.