Also read in

নরেন্দ্র মোদীর মত বিশ্বাসঘাতক কোন দিনই দেখিনি : সুস্মিতা দেব

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেন শিলচরের সংসদ সুস্মিতা দেব। সারা ভারত মহিলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ সুস্মিতা দেব বলেন, “অনেকেই ভারতের প্রধানমন্ত্রী হয়ে এসেছেন, কিন্তু নরেন্দ্র মোদির মতো বিশ্বাসঘাতক এবং বাক্যবাগীশ ব্যক্তি আমি কখনো দেখিনি”।

শুক্রবার সন্ধ্যায় কাছাড় জেলার তোপখানা গ্রাম পঞ্চায়েতে দলীয় কর্মীদের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ‘মোদি জনগণের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে প্রতি বছর দুই কোটি লোককে চাকরি দেওয়া হবে। বলা বাহুল্য, প্রতিশ্রুতিটি পূরণ করা হয়নি। বরং বাস্তবে গত পাঁচ বছরে এমনকি পাঁচ লক্ষ লোকও চাকরি পাননি’।

নরেন্দ্র মোদির ওপর এক হাত নিয়ে সাংসদ দেব আরও বলেন, ২০১৪ সালে রামনগরে মোদি তার নির্বাচনী সভায় সাধারণ জনগণের সামনে ঘোষণা করেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসার পর ডিটেনশন ক্যাম্পগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। দুর্ভাগ্যবশত আজ পর্যন্ত এ বিষয়ে কিছুই করা হয়নি। তিনি আরো বলেন, কাছাড় কাগজ কলকে পুনরুজ্জীবিত করার বিষয়েও বিগত দিন গুলোতে অনেক আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। অথচ বাস্তবে কাছাড় কাগজ কলটি গুজরাটের শিল্পপতি বন্ধুকে বিক্রি করার পরিকল্পনা করছেন মোদি।

পুলওয়ামা হামলার বিষয়ে কথা বলতে গিয়ে সাংসদ অভিযোগ করেন, সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন, অথচ প্রধানমন্ত্রী এই ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশও করেননি। “মোদি সরকার দেশটিকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। এক দিকে চীন হামলা করছে, অন্যদিকে পাকিস্তান”, দেব উল্লেখ করেন।

শিলচর সদরঘাটের বরাক নদীতে নব নির্মিত সেতু সম্পর্কে তিনি বলেন, সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং প্রকল্পটি কংগ্রেস সরকার দ্বারা অনুমোদিত হয়েছিল। সেতুটির উদ্বোধন করার জন্য শিলচরে আসতে শর্মার কি লজ্জা বোধ হবে না? প্রশ্ন করেন তিনি। এখানে উল্লেখ করা যেতে পারে, আসামের পূর্ত বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী সোমবার সেতুটির উদ্বোধন করবেন।

দেব আরো বলেন, আগামী নির্বাচনের আগে সরকার ভোটারদের সামনে প্রতিশ্রুতির পসরা সাজিয়ে আবার উপস্থাপন করবে, কিন্তু জনসাধারণকে এর শিকার না হওয়ার জন্য আহ্বান জানান। অন্যান্য কর্মীদের মধ্যে শিলচর ব্লক কংগ্রেসের সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, তোপখানার জিপি সভাপতি মিয়া খান, তোপখানার প্রাক্তন জিপি সভাপতি বেগম খান এবং আজিজ উদ্দিন খান উপস্থিত ছিলেন।

Comments are closed.