Also read in

থানা চত্বরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা হাবিলদারের

কাছাড় জেলার জিরিঘাট পুলিশ থানাচত্বরে গলায় ফাঁস লেগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম এইচ সি ইবতন সিং। তিনি ওই থানায়ই হাবিলদার হিসেবে কর্মরত ছিলেন। প্রাথমিক তদন্তে হাবিলদার সিং আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। যদিও ঘটনাটির বিশদভাবে তদন্ত চলছে।

অনুসন্ধানে জানা গেছে, শনিবার রাতে দেড়টা পর্যন্ত জিরিঘাট থানায় কাউকে গ্রেফতারের জন্য একটি অপারেশন দলের প্রস্তুতি চলছিল এবং সবাই জাগা ছিল। তাই, ঘটনাটি শনিবার রাত প্রায় দেড়টার পর ঘটেছে। সন্দেহ করা হচ্ছে, এরপরই রাত দেড়টার পর সিং নিজের ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলের দিকে যান, যেখানে তাকে আজ সকালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। উল্লেখ্য, জিরিঘাট পুলিশ থানার পুরনো এবং নতুন ভবনের সংযোগকারী সেতুর রেলিংয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া গেছে।

এদিকে, ঘটনার রাতে হাবিলদার সিং তার ঘরে একাই ছিলেন, কারণ ঘরের অন্য সঙ্গী ছুটিতে ছিলেন। পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জানা যায়, জন্ডিসের কারণে
হাবিলদার সিং এর আগে ছুটিতে ছিলেন। তাছাড়া তার মেয়ের স্তন ক্যান্সারের চিকিৎসার জন্যও তিনি ছুটি নিয়েছিলেন। ছুটি কাটিয়ে তিনদিন আগেই চাকরিতে যোগ দিয়েছেন। তবে, তার আচরণ স্বাভাবিক ছিল বলে পুলিশ সুপার উল্লেখ করেন। তার মতে, নিজের এবং মেয়ের অসুস্থতার জন্য হয়ত এক ধরনের বিষন্নতার শিকার হয়েই হাবিলদার সিং এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তবে তদন্তের পরে এবং পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরই ঘটনাটির আসল কারণ এবং এটি আত্মহত্যা কি না এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। তবে হাবিলদার সিং কোনো হয়রানির শিকার হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে এই মুহূর্তে পুলিশ সুপার মনে করছেন না।

Comments are closed.