
বদরপুরে দুটি বরযাত্রী গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন মানিক লাল, আহত ৯
৬ নং জাতীয় সড়কে বুধবার মধ্যরাতে ভয়ঙ্কর একটি সড়ক দুর্ঘটনায় একজন যাত্রী নিহত এবং অন্যান্য ৯ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। বদরপুরে দুটি বরযাত্রী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়।
ঘটনায় প্রকাশ, ট্র্যাভেলার গাড়িটি বদরপুর থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে মারুতি অল্টো গাড়িটি শিলচর থেকে করিমগঞ্জ অভিমুখে যাওয়ার সময় এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত বরযাত্রীর নাম মানিক লাল নমঃশূদ্র এবং তিনি করিমগঞ্জ জেলার আম্বরখানার বাসিন্দা বলে জানা যায়। নিহত মানিক লাল বরযাত্রী হিসেবে অল্টো গাড়িতে করে করিমগঞ্জ অভিমুখে যাচ্ছিলেন। অন্যান্য আহত বরযাত্রীদের শিলচর মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। এর মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। নিহত বরযাত্রীর দেহ মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটির মধ্যে একটি হলো ট্রাভেলার এবং অন্যটি মারুতি অল্টো ৮০০।
ট্র্যাভেলার গাড়িটির নম্বর হচ্ছে AS 01/FC – 8494 এবং মারুতি অল্টো ৮০০ এর নম্বর হচ্ছে AS 10 F- 7975। বদরপুর পুলিশ গাড়িদুটিকে আটক করেছে।
Comments are closed.