
শালচাপড়ায় ট্রাভেলার এবং অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই নিহত ২
এক দুঃখজনক ঘটনায় শালচাপড়ায় ট্রাভেলার এবং অটোরিক্সার এক মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়। ঘটনাটি ঘটে আজ সকালে শালচাপড়া-বরাকপাড় এলাকার জাতীয় সড়কে।
স্থানীয় জনতা জানিয়েছেন, ট্রাভেলার বাসটি শিলচরের দিকে যাচ্ছিল আর অটো রিক্সা শালচাপড়ার দিকে স্থানীয় যাত্রী নিয়ে যাচ্ছিল । “দুটো যানই দ্রুতবেগে যাচ্ছিল এবং নিয়ন্ত্রণ হারানোর ফলে এই ঘটনা সংঘটিত হয়। ট্রাভেলার গাড়িটি দ্রুতবেগে নিজের ল্যান পরিবর্তন করে অটোরিকশায় মুখোমুখি আঘাত করে। এত জোরে সংঘর্ষ হয়েছিল যে অটোরিকশাটি বেশ কয়েক মিটার দূরে গিয়ে রাস্তার পাশে পড়ে “, জানান একজন প্রত্যক্ষদর্শী।
শুধু অটোরিকশা নয়, যাত্রীবাহী ট্রাভেলার বাসটি ও রাস্তার পাশে ছিটকে পড়ে, যার ফলে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় জনতা উদ্ধার কার্যে হাত লাগান এবং উভয় যানবাহন থেকে আহতদের উদ্ধার করেন । ” বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন , তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অটোরিকশার দুজন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন”, জানান এক উদ্ধারকারী স্থানীয় ব্যক্তি।
স্থানীয় পুলিশ স্টেশন থেকে আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং তারা স্থানীয় উত্তেজিত জনতাকে শান্ত করে রাস্তা অবরোধ কারীদের বুঝিয়ে-সুজিয়ে অবরোধ প্রত্যাহার করিয়েছেন।
সাদা রংয়ের ট্রাভেলার গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে AS 24C 4677 এবং অটোরিকশাটির রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে AS11DC0849 ।
Comments are closed.