Also read in

লালায় ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা, হত ১, হাসপাতালে ভাংচুর

 

পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটলো লালায়।ঘটনার পর মৃত্যুঞ্জয় পরিষেবা না পৌঁছার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা ব্যাপক লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালায়।ঘটনা শনিবার রাত সাড়ে নয়টার।এই দুর্ঘটনা সংঘটিত হয় লালা উমেদনগর পূর্ত সড়কের উপর। বাইক ও ট্রাকের সংঘর্ষের ফলে ঘটে এই ঘটনা। এই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় নিত্যানন্দপুরের সঞ্জিব সিংহ(১৯) নামে এক স্কূল পড়ুয়া ছাত্রের । গুরতর আহত হয় বাইকে থাকা অপর দুই আরোহী রহিত শর্মা(১৯) ও থাওন সিংহ। আহত দুই যুবকের বাড়ি মাধবপুর।

ঘটনার বিবরণে জানা গেছে বাইকে চেপে তিন বন্ধু লালা অভিমুখে আসার সময় আচমকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে বাইকের।যার ফলে গুরতর আহত হয় তিন যুবক।এর পরই স্থানীয় লোক ছুটে এসে উদ্ধার কাজে নেমে পড়েন। খবর দেওয়া হয় ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবাকে। কিন্তু মৃত্যুঞ্জয় পরিষেবা পৌঁছতে বিলম্ব হওয়ায় স্থানীয় বাসিন্দারা নিয়ে আসেন গুরতর জখম তিন যুবককে। লালা স্বাস্থ্য কেন্দ্রে আনার পর চিকিৎসক সঞ্জিব সিংহ কে মৃত ঘোষণা করেন। এর পরই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। উত্তেজিত হয়ে উঠেন জনগণ। ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবা বিলম্ব হওয়ায় মৃত্যু হয়েছে সঞ্জিবের বলে অভিযোগ তুলেন স্থানীয়রা।

এর পর উত্তেজিত জনতা ব্যাপক ভাঙ্গচুর চালায় স্বাস্থ্য কেন্দ্রে।আদরণী গাড়ি,লেব রুম সহ অন্যান্য দরজা জানলায় ভাঙচুর চালায় উত্তেজিতরা। প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে পালিয়ে বাঁচেন চিকিৎসারত ডাক্তার এবং নার্সরা। প্রায় বিশ মিনিট ধরে চলে এই উত্তেজনা। এর পর লালা থানার ওসি পুলিশ বাহিনী নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ঘটনার কবলে পড়া বাইক এবং ট্রাক জব্দ করে লালা থানায় এনে ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায়। আহত দুই যুবককে হাইলাকান্দি সিভিল হাস্পাতালে রেফার করা হয়েছে।

Comments are closed.