এটিএম জালিয়াতির দায়ে দুই ব্যক্তি গ্রেফতার
কাছাড় জেলার নতুন বাজার থেকে মিঠুন মজুমদার (২৫) ও সঞ্জীব পাশওয়ান(২৫) নামে দুই ব্যক্তিকে জালিয়াতির অভিযোগে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। অসংখ্য এটিএম কার্ড সহ এই দুই ব্যক্তিকে পুলিশ বুধবার সন্ধ্যায় গ্রেফতার করেছে।
সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, নরসিংপুর সংলগ্ন নতুন বাজারের একটি এটিএম কাউন্টারের ভেতরে পুলিশ তাদেরকে সনাক্ত করে, তাদের সন্দেহজনক হাবভাব দেখে পুলিশ তাদেরকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে চারটি এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ।
মিঠুন লক্ষীপুরের জয়পুরে থাকে এবং সঞ্জীব বিহারের গয়ার বাসিন্দা বলে জানা যায়। জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে সর্বমোট ৪২টি এটিএম কার্ড (ভারতীয় স্টেট ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, ইউকো ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ইয়েস ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক এর) একটি ল্যাপটপ, পেনড্রাইভ, ডিস্ক সহ আরো কিছু সরঞ্জাম এবং নগদ ১৬০০০ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাছাড়া পুলিশ দুটো রেজিস্টারও উদ্ধার করে, যাতে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং এটিএম-এর পিন কোড লেখা ছিল।
সঞ্জীব যদিও এই ঘটনায় তার জড়িত থাকার কথা অস্বীকার করে এবং জানায় যে, মুম্বাইয়ের কিছু ফিল্ম প্রোডাকশন ইউনিটে সে কাজ করে। এবং একটি মেয়েকে বিয়ে করে সে মিঠুনের বাড়িতে এসে উঠেছে। সে আরো জানায়, মিঠুন মুম্বাইয়ের মালাডে একটি বারে কাজ করতো। মিঠুন ওইখানেই একজন গ্রাহকের কাছ থেকে টাকা চুরির কৌশল শিখেছিল; ওই গ্রাহক নিয়মিত বারে আসত ।
বৃহস্পতিবার সন্ধ্যায় বরাক বুলেটিনের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার রাকেশ রৌশান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত তদন্ত করা হবে এবং সংশ্লিষ্ট সকলকেই ধরার জন্য যাবতীয় প্রচেষ্টা চালানো হবে’।
পুলিশ সুপার সন্দেহ করেন যে, এই দুই ব্যক্তি এটিএম কাউন্টারে লোকেদের পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করে তাদের যন্ত্রের ( যা জব্দ করা হয়েছে) মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করে নেয়, পরে কার্ডের ক্লোন তৈরি করে টাকা হাতিয়ে নেয় ।
Comments are closed.