আছি মিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক জেল থেকে পলাতক; সরকারি তহবিল তছরুপের দায়ে গ্রেফতার করা হয়েছিল তাকে
আছি মিয়া সিনিয়র মাদ্রাসার (উচ্চ বিদ্যালয়) প্রধান শিক্ষক ফকরুল ইসলামকে আটক করেছিল পাথারকান্দি পুলিশ। প্রধান শিক্ষক ফকরুল ইসলামের বিরুদ্ধে স্কুল পরিদর্শক একটি এফআইআর দায়ের করেছিলেন যার ভিত্তিতে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয়। তবে সদর থানা থেকে প্রধান শিক্ষক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলা সদর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে সদর থানায় পৌঁছেছেন।
আছি মিয়া সিনিয়র মাদ্রাসায় ছয়জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। কিন্তু প্রধান শিক্ষক ফকরুল ইসলাম ২৫ জন শিক্ষার্থীর তালিকাভুক্তি দেখিয়ে ২৫ জন শিক্ষার্থীর জন্য বই ও মিড-ডে মিলের তহবিল মঞ্জুর করেন। বিষয়টি স্কুল পরিদর্শকের নজরে আসে। স্কুল পরিদর্শক তখন ঘটনাটি করিমগঞ্জের এডিসি’র নজরে আনেন এবং তদন্ত করতে বলেন। এডিসির তদন্ত প্রতিবেদনে সরকারি তহবিলের অপব্যবহার, সরকারি সম্পত্তির অপব্যবহার করার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে।
প্রতিবেদনটি বিশ্লেষণ করে এবং অসঙ্গতিগুলি যাচাই করার পর স্কুল পরিদর্শক পাথারকান্দি থানায় প্রাথমিক এজাহার (এফআইআর) দায়ের করেন।
Comments are closed.