মর্মান্তিক ! কাঠাল রোডে বন্যার জমা জলে ভাসন্ত ৪ বছরের শিশু সন্তানের মৃতদেহ পেলেন স্বাস্থ্যকর্মী
কাঁঠাল পয়েন্টে ঘটল এক হৃদয় বিদারক ঘটনা। বন্যার জলে ভাসতে দেখা গেল চার বছরের এক শিশুর মৃতদেহ। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সন্ধ্যায় কাঁঠাল পয়েন্ট এলাকার জিলানী চৌধুরী লেনে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, বন্যার ফলশ্রুতিতে জমে থাকা জল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে ভাড়াটিয়া পরিবার। মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জিএনএম মল্লিকা বেগম ও মুক্তার আলীর ছেলে মাহমুদ রহমানের (৩৫)।
ডিউটি থেকে ফিরে জিএনএম মল্লিকা বেগম ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণের জন্য তিনি তার সন্তানের সন্ধান পাননি। একটু পরেই জল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার শিশুটির দেহের ময়নাতদন্ত করা হয়।
উল্লেখ্য, মল্লিকা বেগম ডিব্রুগড়ের বাসিন্দা। শিলচরের জিলানি লেনে পরিবারের সঙ্গে বসবাস করছেন তিনি। মৃত শিশু মাহমুদ মাতা পিতার দ্বিতীয় সন্তান। মল্লিকা বেগম বলেন যে, তিনি বারবার ডিব্রুগড় জেলায় বদলির চেষ্টা করে ও ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি একটি সন্তান হারালেন।
রাঙ্গিরখাড়ির ওসি জানিয়েছেন, তারা এখনও এই ঘটনার কোনো খবর পাননি।
Comments are closed.