
প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির বসছে সোনাবাড়িঘাটে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর
জেলা প্রশাসন এবং বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের সহায়তায় দুদিনের প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হতে চলেছে সোনাবাড়িঘাটে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর। ‘সক্ষম’ এর সহযোগিতায় কলকাতার ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকমোটর ডিসেবিলিটি’ দিব্যাঙ্গদের জন্য এই মেগা ক্যাম্পের আয়োজন করেছে।
এই ক্যাম্পে দিব্যাঙ্গদের পরীক্ষা করে নির্বাচিত দিব্যাঙ্গ ব্যক্তিদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হবে।
এগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ, হুইলচেয়ার, কানে শোনার যন্ত্র ( হিয়ারিং এইড), দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্মার্ট ফোন, মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘টিএলএম কিট’ ইত্যাদি।
এমনকি যারা হাত-পা বিকৃতি জনক সমস্যায় ভুগছেন তাদেরকেও এডিআইপি প্রকল্পের অধীনে অপারেশনের সুযোগ প্রদান করা হবে। এডিআইপি প্রকল্পের অধীনে ৫-১২ বছর বয়সীদের অস্ত্রোপচারের জন্য একটি ভালো হাসপাতলে পাঠানো যেতে পারে বলে জানানো হয়।
কমিটির পক্ষ থেকে সুবিধাভোগীদের সনাক্তকরণ শিবিরে নথিপত্র হিসেবে ১) দু’কপি ফটো (অক্ষমতা দর্শানো)
২) আবাসিক প্রমাণের ফটোকপি হিসেবে ভোটার আই কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড;
৩) প্রতিবন্ধী সার্টিফিকেটের ফটোকপি;
৪) এম পি/ এমএলএ/ ডিএম/ এডিএম/ এসডিও/বিডিও/ কাউন্সিলর/ গ্রাম প্রধান’র মত উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পারিবারিক আয় সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে।
১২ বছরের বেশি বয়সীদের বিগত তিন বছরে এবং ১২ বছরের কম বয়সীদের বিগত এক বছরে যারা এধরনের কোন সুবিধা গ্রহণ করেননি তারাই এই ক্যাম্পের সুবিধা গ্রহণ করতে পারবে।
এই মহতী উদ্যোগ যাতে প্রকৃত হিতাধিকারীদের কাছে পৌঁছায়, এর জন্য সবাইকে সচেতনভাবে আশেপাশের সম্ভাব্য অধিকারীদের জানাতে অনুরোধ জানিয়েছেন উদ্যোক্তারা।
Comments are closed.