
কল্পতরু অর্থমন্ত্রী, বেশ কিছু উন্নয়নমূলক কর্মসূচির আর্থিক অনুমোদনের ঘোষণা
রাজ্যের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন দরাজ হস্ত; আজ জনতা ভবনে এক সাংবাদিক সম্মেলনে বেশ কিছু আর্থিক অনুমোদনের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী।
ঘোষণার মধ্যে রয়েছে, নয়টি নতুন মহিলা কলেজ স্থাপনের কথা। এর মধ্যে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দিতে একটি করে রয়েছে। এছাড়া বরপেটা, নগাঁও, দরঙ, গোয়ালপারা, বিলাসীপারা, গোলকগঞ্জে ও প্রতিষ্ঠিত হবে মহিলা কলেজ। এই কার্যসূচি রুপায়নের জন্য ৩০৩.৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সাথে ১০টি নতুন আইন মহাবিদ্যালয় স্থাপনের কথা ও ঘোষণা করেন রাজ্যের শিক্ষা-অর্থ মন্ত্রী। আইন বিদ্যালয়গুলি স্থাপন করা হবে ডিফু, ডিব্ৰুগড়, তেজপুর, শিলচর, উত্তর লখিমপুর, রঙিয়া, বিলাসীপারা, টিহু, রহা ও যোরহাটে। আইন মহাবিদ্যালয় স্থাপনের জন্য ৩৩ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়।
রাজ্যে আরো ৪টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিল রাজ্য সরকার। তিনটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে বিশ্বনাথ চারিআলি, চরাইদেও ও গোৱালপারায়। গুয়াহাটির মহেন্দ্র মোহন চৌধুরী হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নত করা হবে। এটা হবে সমগ্র পূর্ব ভারতের সবচেয়ে বড় মেডিকেল কলেজ। এই কার্যসূচিতে ২৫০০ কোটি টাকা আবন্টন করা হবে।
সাংবাদিক সম্মেলনে ৬টি স্নাতক মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী। তিনসুকিয়ার ডুমডুমা, শোণিতপুরের বরচলা, মাজুলী, চিরাং, ওদালগুরি, বাক্সাতে হবে এই নতুন ডিগ্ৰী কলেজগুলো।
দুটো অত্যাধুনিক ফ্লাইঅভার নিৰ্মানে ও অনুমোদন দেওয়া হয়েছে; একটি মালিগাঁও এবং অন্যটি তেজপুর মিশন চারিআলিতে। মালিগাঁওয়ের ৪ কিমি দৈৰ্ঘের এই ফ্লাইঅভার কামাখ্যা মন্দিরকে সংযুক্ত করবে। এর জন্য ৩২১.৪১ কোটি টাকা খরচ হবে।
আজকের সাংবাদিক সম্মেলনে ইতিপূর্বে আরোপ করা কিছু নিষেধাজ্ঞা শিথিল করার কথাও ঘোষণা করেন অর্থমন্ত্রী। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের পুজি বন্টন পুনরায় শুরু করা হবে। তবে সেমিনার, কনফারেন্স বন্ধ থাকবে। মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণ করতে পারবেন না। বিদেশ ভ্রমণ ও পাঁচতারা হোটেলে সভায় নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ ছাড়াও বেশকিছু রাস্তার উন্নয়নের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। এর মধ্যে কালাইন-খাম্বার বাজার রাস্তার ও উল্লেখ রয়েছে।
Comments are closed.