Also read in

শিলচর মেডিক্যাল কলেজে ৫০০ শয্যা বিশিষ্ট ভবন তৈরির জন্য ৯৬. ০৬ কোটি টাকার ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

 

বরাক উপত্যকা তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য একটি অত্যন্ত সুসংবাদ। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৫০০ শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের জন্য আসাম সরকার ৯৬.০৬ কোটি টাকার অনুমোদন করেছে।

আসামের অর্থ, স্বাস্থ্য ও পূর্ত বিভাগের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এই উন্নয়নের বিষয়ে ঘোষণা করেছেন। তিনি উল্লেখ করেন,”শিলচর মেডিক্যাল কলেজের হাসপাতাল ভবনটি অনেক পুরনো হয়ে গেছে এবং এর একটি অংশ প্রায় মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। রোগীর সংখ্যার কথা মাথায় রেখে আমরা অনুমোদন করেছি যে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৯৬.০৬ কোটি টাকা ব্যয়ে ৫০০ শয্যা বিশিষ্ট একটি নতুন ভবন তৈরি করা হবে।”

শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও চিফ সুপারিনটেনডেন্ট বাবুল বেজবরুয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “এটি বরাক উপত্যকার জন্য এক অত্যন্ত সুখবর এবং দুর্দান্ত এক সম্পদ।” মাননীয় মন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন তিনি। তার যোগ্য দিক নির্দেশনায় আরও উন্নয়ন হবে বলে বেজবরুয়া আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, “আমি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি।”

এখানে উল্লেখ করা যেতে পারে, শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এতে ৮০৬ শয্যা রয়েছে।

Comments are closed.